বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি করেন কে

সামরিক আইন হলো একটি দেশের জন্য অন্যতম একটি আইন। সামরিক আইন বলতে দেশের সাধারণ তথা সাংবিধানিক আইন সাময়িক ভাবে বন্ধ রেখে সামরিক কর্তৃপক্ষ দ্বারা ও সরকার পরিচালনা করা বিশেষ আইনই হল সামরিক আইন। অন্যথায় একটু সহজ ভাবে বলতে গেলে সামরিক আইন বলতে পুলিশ বাহিনী, দমকল বাহিনী, বা অন্যান্য বেসামরিক সরকার কর্তৃক জারিকৃত কোন আইন নয় বরং সেনাবাহিনী কর্তৃক জারিকৃত আইনকে বুঝায়। আর বাংলাদেশেও এই আইনটি জারি করা হয়েছিল। আর তাই বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি করেন কে এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানতে অনেকেই বেশ আগ্রহী। তাছাড়া আমরা আপনাদের জন্য এ ধরনের ছোট ছোট গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করি। আপনারা এ ধরনের প্রশ্নের উত্তর গুগলে সার্চ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট ভিজিট করে খুব সহজে জেনে নিতে পারবেন।

সামরিক আইনটি ক্ষণস্থায়ী একটি আইন দীর্ঘস্থায়ী আইন নয় এটা। একটি দেশের চরম ব্যর্থতার কারণে অর্থাৎ দেশের চরম সন্ধিক্ষণে এবং বেসামরিক সরকারের ব্যর্থতার কারণে সামরিক আইন টি জারি করা হয়। সাময়িক আইনটি কোন সহিংসতা অথবা আইনের সারগ্রন্থ কিংবা আইনের কোন বিধি নয়। সামরিক আইন জারির ফলে দেশের সংবিধান সাময়িক ভাবে স্থগিত রাখা হয় ও বাতিল করা হয়। সাধারণত একটি দেশে কোন অঞ্চলের নির্বাচিত ব্যক্তি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর সামরিক আইন জারি করা হলে সেই দেশের নির্বাচিত প্রতিনিধিগণ নানান দিক দিয়ে ক্ষমতা চূত্য হয়ে থাকেন। এমনকি সামরিক আইন জারী হলে রাষ্ট্রের নাগরিক স্বাধীনতা যেমন অবাধ চলাফেরার অধিকার বাক স্বাধীনতা, বা অযৌক্তিক অনুসন্ধান থেকে সুরক্ষা স্থগিত হতে পারে।

সামরিক আইন জারির ফলে একটি দেশের নাগরিকদের মৌলিক অধিকার খর্ব না হলেও গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ব্যাপক ভাবে ক্ষুন্ন হয়। একটি দেশের সরকার জনগণের ওপর জোর করে সামরিক শাসন চাপিয়ে দিতে পারে আইনের শাসনকে বলবৎ করার নামে। সামরিক শাসন জারিটি সর্বোচ্চ পর্যায়ে সামরিক কর্মকর্তা শাসন, যেখানে সামরিক শাসন জারিটি সামরিক ঊর্ধ্বতন কর্মকর্ত দ্বারা পরিচালিত হয়। সামরিক আইন সম্পর্কে আমাদের অনেক তথ্য জানিয়ে দিলাম। এখন আমরা আপনাদের জানিয়ে দেবো বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি করেন কে। খন্দকার মোশতাক আহমেদ বাংলাদেশের প্রথম সামরিক আইনটি জারি করেন। আর ১৯৭৫ সালে বাংলাদেশে প্রথম সামরিক আইনটি জারি করা হয়েছিল। আর এই সামরিক আইন জারি করে একটি দেশের সাংবিধানিক অনেক আইন বাতিল করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *