বাংলা ব্যাকরণে কারক একটি গুরুত্ব পূর্ণ অংশ। কারক শব্দটির ব্যাকরণগত অর্থ হলো ক্রিয়াকে সম্পাদন করা। আর কারক শব্দটির অর্থ যে কোনো কাজ ও ক্রিয়াকে স্পষ্ট ভাবে তুলে ধরা। তাই বাক্যের অন্তর্গত ক্রিয়া পদের সাথে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক, তাকেই বলা হয় কারক। একটি বাক্যকে পূর্ণাঙ্গ করতে কারকের বিশেষ প্রয়োজন। এ ক্ষেত্রে বাক্যস্থ কোনো পদের সঙ্গে ক্রিয়া পদের সম্পর্ক বিদ্যমান থাকলে শুধুমাত্র তখনই কারক হবে। তাই করক কে নিয়ে আমাদের অনেক সময় অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কারক এর প্রশ্ন আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রেই আমাদের সামনে চলে আসেন তাই আপনারা অনেকেই জানতে চান পৃথিবীতে কে কাহার কোন কারক। তাই এই বিষয়টি জানার জন্য আপনারা অনেকেই গুগল সহ ইন্টারনেটের নানান জায়গায় অনুসন্ধান করছেন। আর এই বিষয়টি সম্পর্কে আমরা আমাদের আজকের আর্টিকেলটি তে সঠিক তথ্য প্রদান করব।
বাংলা ব্যাকরণের শুরু থেকে কারকের উন্মোচন হয়েছিল। আনুমানিক ধারণা করা হয়েছে প্রাচীন গ্রিকদের তাদের নিজেদের ভাষার বিভিন্ন ক্রিয়া পদের সঙ্গে নাম পদের সম্পর্ক ও বাক্যে এদের ব্যবহার সম্মন্ধে বিস্তৃত ধারণা ছিল আর সেই ধারণা থেকে কারকের সৃষ্টি হয়েছিল। বাংলা কারক সম্পর্কে জানতে হলে প্রথমে বিভক্তি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কারণ কারকের সম্পর্ক বোঝাতে নাম পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয়। বাংলা ব্যাকরণ অনুসারে কারক কে সাধারণত ছয়টি ভাগে ভাগ করা হয়। আর সেগুলো হলো কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, ও অধিকরণ কারক। বিভিন্ন বাক্য অনুসারে বাংলা ব্যাকরণ অনুসারে সেই বাক্য অনুসারে কোন বাক্যটি কোন কারক সেটা নির্বাচন করা হয়।
কারক চেনার সহজ উপায় হলো, আপনি যে বাক্যটি কারক নির্বাচন করতে চান সেই বাক্যটি আপনাকে সম্পূর্ণ পরতে হবে এবং বাক্যে ব্যবহৃত মূল শব্দটি নির্বাচন করে আপনাকে কারক নির্বাচন করতে হবে। আমরা আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি কারকে সাধারণত ছয়টি ভাগে ভাগ করা হয়
সাধারণত বাক্যের মূল ক্রিয়াকে প্রশ্ন করে এই ছয় রকম সম্পর্ক নির্ণয় করে কোন বাক্যটি কোন কারক সেটা নির্বাচন করা হয়। তাই আমরা এখন আপনাদের কে জানিয়ে দেবো পৃথিবীতে কে কাহার কোন কারক। পৃথিবীতে কে কাহার এই বাক্যটি অধিকরণ কারক। সাধারণত যে সময় বা স্থান কে আশ্রয় করে কর্তা তার কর্ম সম্পন্ন করে সেই সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। তাই এই বাক্যটিতে পৃথিবী উল্লেখ রয়েছে তাই এই বাক্যটি অধিকরণ কারক।