জাতিসংঘ একটি আন্তর্জাতিক কূটনৈতিক এবং রাজনৈতিক সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবী জুড়ে অশান্তি বিরাজ করছিল তখন আন্তর্জাতিক নেতারা শান্তি বজায় রাখতে এবং যুদ্ধের অব্যাহতি এড়াতে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করেছিলেন তারপর ১৯৪৫ সালে আনুষ্ঠানিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ এ প্রতিষ্ঠানটি। মোট ৫১ টি রাষ্ট্র নিয়ে জাতিসংঘ তার যাত্রা শুরু করেছিল। তাই আপনারা অনেকেই জাতি সংঘের মহাসচিব কে এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান। তাছাড়া সাম্প্রতিক সময়ে এ ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রেই হতে হয়। তাই আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেব। তাছাড়া আপনারা সাম্প্রতিক ঘটে যাওয়া সকল ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর এই ধরনের প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আপনাকে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে চোখ রাখতে হবে।
জাতিসংঘের প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে সর্বপ্রথম যে উদ্দেশ্যটি ছিল সেটা হল এক দেশের সঙ্গে আরেক দেশের বন্ধুত্বের সম্পর্ক স্থাপন ও শান্তি বজায় রাখা। এছাড়াও জরুরী পরিস্থিতিতে খাদ্য ও চিকিৎসা সহায়তা সরবরাহ এবং বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে মানবিক সহায়তা প্রদান করা। বিশ্বের যে কোন স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। জাতিসংঘ এমন একটি সংস্থা যেটা ছয়টি ভাষায় এই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে জাতিসংঘ ১৯৩ টি দেশ সদস্য ভুক্ত দেশ হিসেবে সংযুক্ত রয়েছেন। সেই সময় প্রতিষ্ঠিত জাতিসংঘ এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি এখনো বিশ্বের প্রতিটি দেশে সুফল পেয়ে চলেছেন
জাতিসংঘের সদর দপ্তর বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। বিশেষ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি ক্ষেত্রে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি ভূমিকা অতুলনীয়।
সাংগঠনিক ভাবে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডি রুজভেল্ট। জাতিসংঘ কে প্রতিষ্ঠাত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল মার্কিন এই প্রেসিডেন্টের। তিনি ছিলেন জাতিসংঘের ধারণার প্রধান প্রচারক। আর জাতিসংঘের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন এই সংগঠনের মহাসচিব। জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক মহাসচিব কে প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। অ্যান্তনিও গুতেরেস বর্তমান জাতিসংঘের মহাসচিব। পহেলা জানুয়ারি ২০১৭ সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী। জাতিসংঘের মহাসচিব পদের মেয়াদ সম্পর্কে নির্দিষ্ট কোন নীতিমালা নেই। কিন্তু পূর্ব থেকেই এক বা দুই মেয়াদে ও ৫ বছরের জন্য মহাসচিব পদে মনোনীত করার বিধান চলে আসছে। তাই বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান হল জাতিসংঘ। এই প্রতিষ্ঠানটি সুফল অনেক রাষ্ট্রই পেয়েছে।