জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে

জয় বাংলা বাংলার জয় এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান। গানটি বাংলাদেশের একটি দেশাত্মবোধক গান। তাছাড়া এই গানটি বাঙালিদের জন্য অনুপ্রেরণা মূলক একটি গান। এই গানটি বাঙালি মুক্তিযোদ্ধাদের জন্য ছিল একটি উজ্জীবিত গান। তাই আপনারা অনেকেই এই গানটি সম্পর্কে জেনে নিতে বেশ আগ্রহী। তাছাড়া আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে এই প্রশ্নটির সম্মুখীন হতে হয়। তাই আপনারা অনেকেই এই প্রশ্নটির উত্তর জানার জন্য গুগলসহ ইন্টারনে টের নানান জায়গায় অনুসন্ধান করছেন। তাই আমরা আপনাদের জন্য আমাদের আজকের আর্টিকেলটিতে এই প্রসঙ্গে জানিয়ে দেব তা ছাড়া আপনাদের এ ধরনের গুরুত্ব পূর্ণ প্রশ্নের উত্তর গুলো প্রতিনিয়ত আমরা আমাদের ওয়েব সাইটে লিখে থাকি আপনারা এ ধরনের প্রশ্নের উত্তর জানার জন্য গুগলে সার্চ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে খুব সহজেই এ ধরনের প্রশ্নের উত্তর গুলো জেনে নিতে পারবেন।

জয় বাংলা বাংলার জয় বাংলাদেশের দেশাত্মক গানগুলোর মধ্যে এই গানটি অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশের মুক্তি যুদ্ধের পটভূমিতে বাঙ্গালীদের অনুপ্রেরনার ক্ষেত্রে এই গানটি বিশেষ ভূমিকা পালন করেছেন। ১৯৭০ সালে তার মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে এই গানটি রচিত হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনোবলকে উদ্দীপ্ত করতে বাংলাদেশ বেতার কেন্দ্রে এই গানটি বারবার প্রকাশিত করা হচ্ছিল। এই গানটির রচনা করার ও গানটি লিখার মূল উদ্দেশ্য ছিল সাড়ে সাত কোটি বাঙালির বঞ্চনা দুর্দশা আর স্বপ্ন আকাঙ্ক্ষা কে উজ্জীবিত করা। এই গানটির মাধ্যমে প্রতিটি বাঙালি মনে এক ধরনের শক্তি সঞ্চয় হতো আর এই ধরনের ছোট ছোট জিনিস থেকে বাঙালি মুক্তি যোদ্ধাদের শক্তি সঞ্চয় হতো। আর এগুলোর মাধ্যমে দাবিয়ে রাখতে পারেনি বাঙালি জাতি কে।

১৯৭১ সালের যুদ্ধের সময় বাঙালি জাতি মুক্তিযুদ্ধের সকল খবরা খবর জেনে নিতে বেতার কেন্দ্রের মাধ্যমে। আর বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের তখন অধীর আগ্রহে মুক্তিযুদ্ধের খবর শোনার জন্য অপেক্ষা করতেন। তখন এই স্বাধীন বাংলার বেতার কেন্দ্র জয় বাংলা বাংলার জয় এই অনুপ্রেরণা মূলক গানটি বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত হিসাবে প্রচারিত হতো। মুক্তিযুদ্ধের সময় প্রতিটি বাঙালির মুখে এক টা ধ্বনি উচ্চারিত হচ্ছিল জয় বাংলা। আর জয় বাংলা গানটি ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে অনুপ্রেরণামূলক একটি গান। গান টি এমন এক সুরের গাঁথা, যা বাংলার স্বাধীনতাকামী মানুষের চেতনায় স্রোতের মতো বয়ে যায়। যতদিন এই স্বাধীন বাংলা দেশ পৃথিবীতে থাকবে ততদিন এই গানটি বাঙ্গালীদের অনুপ্রেরণা দিয়ে যাবে।

জয় বাংলা বাংলার জয় গানটি মুক্তিযুদ্ধের সময় জাতি,বর্ণ ধর্ম,গোত্র সবকিছু ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষ গেয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গানটি ছিলেন রণসংগীত হিসেবে। আর জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার ছিলেন গাজী মাযহারুল আনোয়ার। তার সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য গানের গীতিকার করেছেন এবং বহু গানের সুর করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গান হল জয় বাংলা বাংলার জয়। আর এই গানটির জন্য তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। আর তার ক্যারিয়ার এই গানটির মাধ্যমে তার জনপ্রিয়তা শীর্ষে ওঠে।

জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে আপনারা যারা এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে জেনে নিতে চান আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করলাম। তাছাড়া আপনাদের এ ধরনের যেকোনো প্রয়োজনীয় প্রশ্নের উত্তর জেনে নিতে হলে আপনারা আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *