পাল বংশের প্রতিষ্ঠাতা কে

পাল বংশ একটি ঐতিহাসিক রাজার বংশ। যেটা আট শতকের মাঝামাঝি সময় থেকে প্রায় চারশত বছর বাংলা ও বিহারের শাসন করে গিয়েছেন। তাই এই বংশটি নিয়ে অনেকের অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায় আর এসব প্রশ্নের উত্তর জানতে অনেকেই বেশ আগ্রহী। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান আপনাদের জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানিয়ে দিব। আপনারা যারা এই বিষয় টি সম্পর্কে জেনে নেয়ার জন্য ইন্টারনেটে সহ গুগলে বারবার সার্চ করছেন আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এ প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারেন কারন আপনাদের জন্য প্রতিনিয়ত এ ধরনের প্রশ্নের উত্তরগুলো আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করি আপনারা গুগলে এ সার্চ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই এ ধরনের প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারবেন।

বাংলায় পাল বংশের শাসন আমল সবচেয়ে গৌরবময় ও ঐতিহ্যতম সময় ছিলেন। এই পাল বংশের সময়ে বাংলার শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য সাহিত্য প্রায় সব কিছুতেই বাংলার গৌরবময় এক বিশেষ সময় পার করেছিল। এই পাল বংশ শাসন আমল টা এতটাই পরিপূর্ণতা পেয়েছিল যে এই বংশটি প্রায় চার শত বছর ধরে একটানা শাসন কার্যক্রম পরিচালনা করে গিয়েছে। বাংলা বিহার ও উত্তর ভারতের বেশ কিছু অঞ্চল নিয়ে এই পাল বংশটির বিস্তরণ ছিল। তাই আমরা অনেকেই এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের শাসন আমলে বাংলার মানুষ কেমন ছিল এই চারশত বছর বাংলা ইতিহাসে পাল বংশের অবদান ও সফলতা কি ছিল এই বিষয় গুলো সম্পর্কে জেনে নিতে বেশ আগ্রহী।

সাধারণত পাল বংশটি ৭৫০ খ্রিস্টাব্দ বাংলায় তার শাসন আমল শুরু হয়। এই খ্রিস্টাব্দে বাংলার পাল বংশের প্রতিষ্ঠা শুরু হয়। পাল বংশটি ৭৫০ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ১১৫২ খ্রিস্টাব্দ টানা ৪০০ বছর পর্যায়ক্রমে পাল বংশের মানুষ বাংলা শাসন করে থাকে। তাদের এই গৌরবময় শাসন আমল ইতিহাসে এক বিরল ঘটানো হয়ে আছে এখন অব্দি। এই দীর্ঘ চারশত বছরে পাল বংশের মোট ১৭ জনের শাসকের পরিচয় পাওয়া যায়। আর এই ১৭ জন শাসন আমলের মধ্যে সব চে য়ে উল্লেখযোগ্য শাসন আমল ছিলেন ধর্মপাল ও দেব পালের শাসন আমল। কেননা ধর্মপাল ও দেবপালের আমলে এই পাল বংশটি সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। তাই ধর্মপাল ও দেবপালকে পাল বংশের উদীয়মান শাসক হিসেবে বলা হয়।

পাল বংশের শাসন আমলে সমস্ত বাংলা একটি একক শাসন আমলে আসে। যা কিনা পাল বংশের জন্য একটি গৌরবময় সাফল্য। পাল বংশের শাসন আমলে বড় ধরনের কোন বৈদেশিক আক্রমণ আসেনি। পাল বংশটি কখনো যুদ্ধে বিশ্বাসী ছিলেন না সব সময় তারা শান্তি বাণী ছড়িয়ে দিতেন তাই তারা বাংলায় এতদিন শাসন করে গিয়েছেন। তাছাড়া এই বংশের শাসন আমলে যুদ্ধ বা অন্য পরিচালনার পেছনে কোন ধরনের অর্থ ব্যয় করেননি। এজন্য পাল বংশের এক ধরনের বিশেষ কৌশল অবলম্বন করতেন। তারা সন্য পিছনে যে অর্থ ব্যয় করতেন তারা প্রজাদের উপর এক ধরনের বিশে ষ নজর দিতেন যে ক্ষেত্রে অর্থ দিয়ে সন্য রাখার কোন প্রয়ো জন হয়নি। প্রজরাই তাদের প্রধান সৈন্য হিসেবে কাজ করেছ

পাল বংশ সকল ধরনের শাসকরা সাধারণত বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এজন্য তাদের মাথায় সবসময় শান্তি কামি ও কল্যাণকামী জীবন ধরা সব সময় মাথায় থাকতো। যা বাংলা শাসনের সার্বিক উন্নতির জন্য বিশেষ ভূমিকা পালন করে। আর তাই বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। আর তিনি ৭৫০ থেকে ৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব চালিয়েছেন। বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল টানা বিশ বছর বাংলা শাসন করেন। শত বছর চলমান রাজনৈতি ক অস্থিরতা কাটিয়ে বাংলার শাসন আমল হাতে নিয়েছিলে ন। আর তার থেকে শুরু পাল বংশের পথ চলা পরবর্তীতে চারশত বছর বাংলা শাসন করে গিয়েছেন এই পাল বংশটি।

আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা এ ধরনের প্রশ্নের উত্তর গুলো সহজ সরল ভাষায় নিয়মিতভাবে আমাদের ওয়েব সাইটে প্রকাশিত করি। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো জেনে নিবেন। তাছাড়া আমাদের ওয়েবসাইটে বারবার ভিজিট করে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *