ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির পুরো নাম ভারত প্রজাতন্ত্র। ভৌগোলিক অবস্থানে দক্ষিণ এশিয়ার সবচাইতে বৃহত্তম রাষ্ট্র হল ভারত। বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এটি। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে ভারত একটি। বর্তমানে ২৮ টি রাজ্য নিয়ে এই সুবিশাল দেশটি সংঘটিত রয়েছে। ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিণত হয়। এই সুবিশাল দেশটি সম্পর্কে আমরা অনেক ধরনের তথ্য জেনে নিতে আগ্রহে। তাই আপনারা অনেকেই একটি প্রশ্নের উত্তর জানার জন্য গুগল সহ ইন্টারনেটের নানান জায়গায় অনুসন্ধান করছেন। আর তা হল ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে। তাই আপনাদের সুবিধার জন্য এই ধরনের ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে আমরা নিয়মিত প্রকাশিত করি আপনারা গুগলে সার্চ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এ ধরনের গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর খুব সহজে জেনে নিতে পারবেন।
বিগত কয়েক বছরের মধ্যে ভারতে নারীদের অবস্থানের অনেক পরিবর্তন ঘটেছে। প্রাচীন যুগ থেকে মধ্যযুগ প্রতিনিয়ত নারীদের সব ক্ষেত্রে অবস্থানের জন্য লড়াই করেতে হয়েছে ভারতীয় নারীদের। আর তারিই প্রেক্ষাপটে বর্তমানে ভারতের নারীদের অবস্থান অনেকটাই পরিবর্তন শীল। আধুনিক ভারতে নারীরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,লোক সভার অধ্যক্ষ, বিরোধী দল নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বহু গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছে ভারতীয় নারীরা। রাজনীতি ক্ষেত্রে তাদের পদচারণা বেশি মুখরিত। বর্তমান ভারতের রাজনীতিতে পুরুষের পাশাপাশি নারীরাও কাধে কাদ মিলিয়ে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে চলেছে। শুধু রাজনীতিতে নয় বর্তমানে ভারতীয় নারীরা বহু অংশে বহু ক্ষেত্রে প্রতিনিয়ত এগিয়ে চলেছে।
পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে অর্ধেকটা করিয়াছে নারী অর্ধেক তার নর। আর বর্তমানে প্রতিটা ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিসীম। নারীরা শুধু একটি কাজে আর লিপিবদ্ধ নেই তারা সব কাজে বর্তমানে পারদর্শী। নারীরা যে আর কোন ক্ষেত্রে পিছিয়ে নেই তা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা মাধ্যমে বোঝা যায়। তাই আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কে ছিলেন। ইন্দিরা গান্ধীই হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। গন্ধী পরিবারে তিন প্রজন্ম ভারতের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করে ছিলেন। ইন্দিরা গান্ধীর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আর কোন নারী প্রধানমন্ত্রী হিসেবে আসেননি।