বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি বৈধ সরকার প্রয়োজন পড়ে। আর সেই প্রেক্ষাপটে গঠন করা হয় মুজিবনগর সরকার। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র নিরীহ বাঙালির উপর যে সামরিক অভিযান পরিচালনা করে তারই পরিপ্রেক্ষিতে সারাদেশে স্বতঃস্ফূর্ত প্রতিরােধ গড়ে ওঠে। আর তারই প্রতিরোধ গড়ে তোলার জন্য দরকার হয় বাঙ্গালীদের জন্য একটি সুসংগঠিত সরকার ব্যবস্থা যার মাধ্যমে বৈদেশিক সহায়তা ও এদেশের স্বাধীনতা স্বীকৃতিতে প্রধান ও বিশেষ ভূমিকা পালন করবে। তাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে দশ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের স্বাধীন বাংলা দেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। তাই বাংলা দেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তা নিয়ে আমাদের সবার মধ্যে একটি প্রশ্ন থেকে যায়। তাই আমরা আমাদের আজকে র আর্টিকেলটিতে এই বিষয়ে জানিয়ে দেব। তাছাড়া আপনারাদের এ ধরনের ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েব সাইটে ভিজিট করে জেনে নিতে পারবেন।
১৯৭১ সালে বাংলাদেশে প্রথম সরকার প্রতিষ্ঠার পর যুদ্ধ তার আপন গতি ফিরে পায়। প্রতিষ্ঠিত সরকার তার প্রশাসন তন্ত্রের মাধ্যমে এক সংগঠিত অভিযান পরিচালনা করতে থাকে। এ সরকার নিয়মিত ও অনিয়মিত বাহিনী প্রতিষ্ঠা করে যুদ্ধকে দুই ভাবে পরিচালনা করতে থাকে । নিয়মিত বাহিনী সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করে আর অনিয়মিত বাহিনী গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে পাক বাহিনীকে ব্যতিব্যস্ত করে তােলে। বাংলাদেশের প্রথম সরকার সরকার শুধু যুদ্ধ পরিচালনা করেই শান্ত ছিল না। এ সরকার বিশ্ব জনমত গঠন করার ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রথম সরকার এর কারণে যুদ্ধ খুব একটা দীর্ঘ স্থায়ী হতে পারেনি। বাংলাদেশের প্রথম সরকারের এ ধরনের পরিকল্পনা বাংলাদেশকে একটি শত্রুমুক্ত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচয় দান করতে পেরেছে।
একজন স্বাধীন দেশের মানুষ হিসেবে ও বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে আমাদের সবারই জেনে রাখা উচিত। কারণ এ ধরনের প্রশ্ন আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রেই মুখোমুখি হতে হয়। বাংলাদেশের প্রথম সরকার সম্পর্কে আপনাদের অনেক তথ্য জানিয়ে দিলাম। এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী নেতা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব করেন এই মহান নেতা। তবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় আর এই সরকারের সময় অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতা ও মুক্তি যোদ্ধার বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।