প্রথম কম্পিউটারের জনক কে

বর্তমান সময়ে কম্পিউটার শব্দটির নাম শুনোনি বা কম্পিউটারের ব্যবহার সম্পর্কে জানেনা এমন মানুষের সংখ্যা খুব কম রয়েছে। তথ্যপ্রযুক্তির সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হল কম্পিউটার। দিনের শুরু থেকে রাতের শেষ অব্দি প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। বর্তমানে সারা পৃথিবীতে খুব প্রচলিত এই ইলেকট্রিক যন্ত্রটি। আর এই যন্ত্রটি আবিষ্কার করার ফলে মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে পরিবর্তন করে দিয়েছে। তাই এই অত্যাধুনিক যন্ত্রটি অর্থাৎ প্রথম কম্পিউটারের জনক কে এই প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক খায় অনেকেই এ প্রশ্নের উত্তরটি জানতে আগ্রহী। আর এ প্রশ্নের উত্তরটি জানতে আপনারা অনেকেই ইন্টারনেটসহ গুগলের অনেক জায়গায় বারবার অনুসন্ধান করেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত আমরা লিখে থাকি। আপনারা গুগলে সার্চ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এ ধরনের প্রয়োজনীয় যে কোন প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ আর এই যুগের সবচেয়ে বিস্ময় কর যে যন্ত্রটি তা হল কম্পিউটার। বর্তমানে এই ইলেকট্রিক যন্ত্রটি মানুষের কাছে খুব জনপ্রিয় একটি যন্ত্র। যন্ত্রটি আবিষ্কার হওয়ার পর থেকে মানুষের কাছে খুব অল্পদিনে বেশ জনপ্রিয়তা পায়। কারণ এই যন্ত্রটি খুব কম সময়ে দ্রুত যেকোনো কাজ সম্পাদন করতে পারে। বর্তমানে এই ইলেকট্রিক যন্ত্রটি এমন কোন স্থান নাই যেখানে প্রয়োজন পড়ছে না। সরকারি বেসরকারি অফিসের তথ্য সংগ্রহ করার জন্য, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসা-বাণিজ্য কল কলকারখানায় প্রতিনিয়ত এমন কোন স্থান নেই যেখানে কম্পিউটারে ব্যবহার হচ্ছে না। কম্পিউটার মুলত এর দুটি অংশের মাধ্যমে কাজ করে থাকে একটি হলো হার্ডওয়্যার ও অন্যটি সফট ওয়ার।

এই ইলেকট্রিক যন্ত্রটি আবিষ্কারের পিছনে বেশ কিছু মানুষের অবদান রয়েছে। দীর্ঘদিন গবেষণার পরে কম্পিউটার যন্ত্রটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। সর্বপ্রথম এই ইলেকট্রিক যন্ত্রটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রদানের লক্ষ্যে আবিষ্কার করা হয়েছিল। তাছাড়া এই যন্ত্রটির মাধ্যমে অনেক কঠিন ও জটিল হিসাব গুলো খুব কম সময়ে খুব সহজে করা পারতো।

কম্পিউটার এর সত্যিকার বিকাশ ঘটতে শুরু করে মাইক্রো প্রসেসর উদ্ভাবনের ফলে ১৯৭১সালে। আপনারা যারা জানতে চান প্রথম কম্পিউটার জনক কে তিনি হলেন চার্লস ব্যাবেজ। কারন‌ তিনি অ্যানালিটিকাল ইঞ্জিন ব্যবহার করে প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার ব্যবহার করেন। তাই তাকে প্রথম কম্পিউটারের জনক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। বিখ্যাত এই বিজ্ঞানী এই আধুনিক যন্ত্রটি আবিষ্কারের পিছনে বেশ অবদান রয়েছে যার কারণে তাকে প্রথম কম্পিউটারের জনক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *