বাংলা একাডেমি বাংলা ভাষা বিষয়ক একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরে বাংলা একাডেমির প্রতিষ্ঠিত করা হয়। বাংলা ভাষা সাহিত্য সংরক্ষণ গবেষণা ও প্রচারের লক্ষ্যে বাংলা একাডেমির প্রতিষ্ঠিত করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলনের পরবর্তীকালে রাষ্ট্রভাষা বাংলাকে সংরক্ষণ ও রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কিত সকল তথ্যকে সংরক্ষণ করার জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই একজন বাংলাদেশের মানুষ হিসাবে বাঙালি জাতি হিসেবে বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে ২০২৩ এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে জেনে রাখা উচিত। কারণ এ ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রেই হতে হয়। তাই আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি সম্পর্কে জানিয়ে দেব। আর এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানতে হলে আমাদের ওয়েবসাইটে থাকা আর্টিকেলটি প্রথম থেকে শুরু করে শেষ অবধি মনোযোগ সহকারে পড়ুন।
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের পর থেকে বাংলা একাডেমী প্রতিষ্টিত করার জন্য তবে জানাচ্ছিলেন বাঙালি জাতি। কিন্তু এ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত বারবার বাধা আসে পাকিস্তান সরকার থেকে। পরবর্তী ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরে প্রতিষ্ঠিত করা হয় বাংলা একাডেমি টি। ১৯৫৫ সালের ৩ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত করা হয় বাংলা একাডেমিতে। বাঙালি সংস্কৃতি কে কেন্দ্র করে যে বাঙালি জাতীয়তা বোধের নবতর উন্মেষ ঘটেছিল, তারই প্রেরণায় এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। তবে এই জাতীয় প্রতিষ্ঠান গড়ার ভাবনার সূত্রপাত হয়েছিল আর ও আগে থেকে। বাংলা ভাষায় রচিত সাহিত্যের ইতিহাস সুপ্রাচীন। তাই বাংলা ভাষা চর্চা এবং গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ভেবেছিলেন।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলা একাডেমি একটি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান। একাডেমিক কার্যনির্বাহিনী হিসেবে দায়িত্ব রয়েছেন একজন নির্বাহী পরিচালক।বাংলা একাডেমির একজন নির্বাহী মহাপরিচালক দায়িত্বে থাকেন যার মাধ্যমে একাডেমিক সকল কার্যক্রম পরিচালিত হয়। আর বাংলা একাডেমিটির বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব রয়েছেন মোহাম্মদ নুরুল হুদা। এবং বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন সেলিনা হোসেন।
সেলিনা হোসেনকে বর্তমান বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রকাশন জারি করা হয় আর এই প্রজ্ঞাপনটি জারি করা হয় ২০২২ সালে। তিনি বর্তমানে এই প্রতিষ্ঠানটির তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর বাংলা একাডেমিটি পরিচালনা করার জন্য চারটি বিভাগ রয়েছে। গবেষণা বিভাগ, ভাষা সংক্রান্ত বিভাগ, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা বিভাগ ও পাঠ্য পুস্তক বিভাগ। এই চারটি বিভাগের মাধ্যমে বাংলা একাডেমি টি পরিচালিত হয়ে আসছে।