বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ২০২৩

বাংলাদেশ ব্যাংক হল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক টি। রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ব্যাংকের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে ও বাংলাদেশের মুদ্রা নিয়ন্ত্রণ করার জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যাংক। তাই আপনারা অনেকেই অনেক সময় এই প্রশ্নটির সম্মুখীন হয়ে যান আর প্রশ্নটি হল বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে। তাই আপনারা যারা এই প্রশ্নটির উত্তরটি জানেন না এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে জেনে নিতে চান। আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেব তা ছাড়া আপনাদের জন্য প্রতিনিয়ত এ ধরনের প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশিত করি আপনারা গুগলে সার্চ করার সাথে সাথে এ ধরনের প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিতে পারবেন।চলুন তাহলে জেনে নেয়া যাক এই বিষয়টি সম্পর্কে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে আর এই ঢাকার মতিঝিলের প্রধান কার্যালয় থেকে দেশের প্রতিটি বিভাগ ও শহরে বাংলাদেশ ব্যাংক শাখার পরিচালনা করে আসছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় । প্রধান কার্যালয় ছাড়াও ঢাকার সদরঘাটে বাংলাদেশ ব্যাংক শাখা আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের একটি করে শাখা আছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বগুড়া, রংপুর এবং বরিশাল শহরে। প্রধান কার্যালয়ে মোট ৩১টি বিভাগ আছে। এসব বিভাগ এবং শাখা কার্যালয় সমূহের প্রধান হচ্ছেন একজন নির্বাহী পরিচালক অথবা মহাব্যবস্থাপক। ২০০৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের মোট কর্মকর্তা – কর্মচারীর সংখ্যা ছিল সাত হাজার দুই শত চল্লিশ জন।

বাংলাদেশ ব্যাংকে বিশেষ কিছু কাজ ও প্রধান কাজ গুলোর মধ্যে হল। জাতীয় স্বার্থে উৎপাদনশীল সম্পদ সমূহের প্রবৃদ্ধি ও ঋণোন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং টাকার বৈদেশিক বিনিময় হার ধরে রাখার উদ্দেশ্যে মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংকের ভূমিকা অপরিসীম। তাছাড়া দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রা অর্জনের স্থিতিশীল করে রাখা। বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন নীতি ও নিয়ম প্রণয়ন ব্যাংকটি বিশেষ ভূমিকা থাকাটা জরুরি। বাণিজ্যিক ব্যাংক গুলোকে বিভিন্ন ধরনের সহায়তা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এককভাবে নোট ইসু। সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন। দেশের তালিকাভুক্ত ব্যাংকসমূহ এবং সরকারের জন্য ঋণের শেষ আশ্রয়স্থল ও একমাত্র আশ্রয় স্থল বাংলাদেশ ব্যাংক। তাই এই ব্যাংকেটির ভূমিকা বিশেষ।

১৯৭২ সালের স্বাধীনতা পর থেকে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে দেশের ব্যাংকিং থাতে। বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় স্বার্থে দেশের উৎপাদনশীল সম্পদগুলির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানকে উৎসাহিত করা। তাই বাংলাদেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলা দেশের আর্থিক খাতের শীর্ষে অবস্থান বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানের মধ্যে একটি দেশের সকল বেসরকারি ব্যাংকগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই ব্যাংকটি বিশেষ ভূমিকা পালন করে থাকছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি বেশ কিছুটা কমে গিয়েছে। যা বিশ্বের অর্থনৈতিক মন্দা কারণে ঘটেছে।

বাংলাদেশ ব্যাংক একটি আন্তর্জাতিক ব্যাংক। স্বাধীনতার পর থেকে এখন অব্দি এই ব্যাংকে সুনাম অর্জন করে চলেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর হিসেবে অনেক সুনামধন্য ব্যক্তি পরিবর্তন ঘটেছে। ১৯৭২ সালের ১৮ই জানুয়ারি তারিখ এ এন এম হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসাবে নিয়োগ লাভ করেন। আর বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার। এর আগে দুই দফায় ছয় বছর দায়িত্ব পালন করা ফজলে কবিরের মেয়াদ শেষ হয়েছে আগামী জুলাই‌ মাসে। নতুন গভর্নর হিসেবে আলোচনায় অনেকেরই নাম ছিল। তাঁদের মধ্যে আবদুর রউফ কে নির্বাচিত করা হয়।

আপনারা যারা বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে এই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য পেতে চান আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এ ধরনের প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারবেন। তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *