বাংলাদেশের নির্বাচন প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন সংবিধানিক নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত প্রতিষ্ঠান।বাংলাদেশের এই প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশের প্রধান জাতীয় সংসদ নির্বাচন, বিভিন্ন বিভাগের সিটি নির্বাচন, পৌরসভার মেয়ন নির্বাচন ও বিভিন্ন ইউনিয়নের নির্বাচন গুলোর দায়িত্ব পালন করে থাকে এই প্রতিষ্ঠান টি। বর্তমানে একজন প্রধান নির্বাচন কমিশনার ও মোট চার জন নির্বাচন কমিশনারের মাধ্যমে এই সরকারি প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তাই আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনার কে এবং কততম এ প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি সম্পর্কে জানিয়ে দিব। আর এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানতে হলে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে থাকা আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে হবে। চলুন তাহলে দেরি না করে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি সম্পর্কে জেনে নেয়া যাক।
বাংলাদেশ নির্বাচন কমিশন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয় বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৭ জুলাই। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের সকল ধরনের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাছাড়া বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে হলে সর্বপ্রথম এ দেশের জাতীয় পরিচয় পত্র থাকা লাগে। আর এই জাতীয় পরিচয় পত্রটি বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের জনগণ পেয়ে থাকেন। তাছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার হালনাগাদ, ভোটার লিখা, ভোট সংক্রান্ত নানান ধরনের যাবতীয় কার্যক্রম বাংলাদেশ নির্বাচন অফিসের মাধ্যমে হয়ে থাকে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন এ সকল ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আর এ সকল কাজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার।
বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সংবিধানিক প্রতিষ্ঠান। স্বাধীনতার পর থেকে এখন অব্দি বাংলাদেশ অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর এ সকল নির্বাচন প্রতিনিয়ত বাংলাদেশের নির্বাচন কমিশনারের নেতৃত্ব ও দায়িত্ব হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ছয় টি বিভাগীয় সদর ও আরো তিন টি জেলায় মোট নয় জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থাকেন। এছাড়া ৬৪টি জেলা সদরে মোট ৮৩টি জেলা নির্বাচন কার্যালয় রয়েছে। এর প্রতিটির নেতৃত্বে রয়েছেন একজন করে জেলা নির্বাচন কর্মকর্তা। তাই আমরা এখন আপনাদেরকে জানিয়ে দিব বর্তমান নির্বাচন কমিশনার হিসেবে কে দায়িত্বে রয়েছেন এবং তিনি কততম নির্বাচন কমিশনার। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন কাজী হাবিবুল আউয়াল। তিনি বাংলাদেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার। তিনি রাষ্ট্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সাংবিধানিক ভাবে ক্ষমতা প্রাপ্ত।তিনি দায়িত্বে থাকা অবস্থায় বেশ কিছু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা সবগুলোই সুষ্ঠু হয়েছে