ঢাকা গেইট বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন গুলোর মধ্যে একটি। এই ঐতিহাসিক গেইট টি আওরঙ্গজেব আমলে তৈরি করা হয়েছিল বলেন ধারণা করা হয়। এই গেইটির আরো একটি নাম রয়েছে যেটা হল ময়মনসিংহ গেট নামে একটা পরিচিত। ঢাকার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে ঢাকা গেইট টি। প্রায় সাড়ে তিন শত বছরের প্রাচীন। এই গেট টি এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে এখনো রয়েছে ঢাকা বিভাগে। মোগল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ করতে ব্যবহার করা হতো এই গেইটটি।
সেই সময় এর নাম ছিল মীর জুমলার গেট। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে কখনো ময়মনসিংহ গেইট আবার কখনো ঢাকা গেইট হিসেবে পরিচিতি পেয়েছে। তাই বিখ্যাত এই গেটের নির্মাতা কে এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে আমরা অনেকেই জেনে নিতে চাই। আর এ প্রশ্নের সঠিক তথ্যটি আমরা আজকে আমাদের পোষ্টের মাধ্যমে আপনাদের কে জানিয়ে দেবো।
বর্তমানে ঢাকা গেটটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বরে বাংলা একাডেমি যেতে চোখে পড়ে হলুদ রঙের সেই ঐতিহাসিক ঢাকা গেইটটি। এই ঐতিহাসিক গেইট টিতে রয়েছে প্রায় একশত থেকে একশত পঞ্চাশ ইঞ্চি ব্যাসার্ধ এক ধরনের স্তম্ভ। যার ওপরে রয়েছে কারুকাজ করা চারকোনা বিশিষ্ট একটি শেড। পশ্চিম পাশের বড় স্তম্ভের পাশেই রয়েছে অপেক্ষাকৃত ছোট আরেকটি স্তম্ভ। যার মাঝে টানা অবস্থায় রয়েছে একটি দেয়াল। গেটের সামনে ঐতিহাসিক কিছু হাতির ভাস্কর্য তৈরি করা হয়েছে যা খুবই আকর্ষণীয়। ধারণা করা হয় এই ঐতিহাসিক গেটটি প্রায় চারশত বছর আগে নির্মাণ করা হয়েছিল। তবে বর্তমানে এই ঐতিহাসিক গেইট টি বিলুপ্তর পথে। এই গেটটির ভঙ্গুর দশা দেখলে মনে হতেই পারে যেন এর দেখভালের দায় কারোরই নয়।
পৃথিবীর প্রায় সব দেশেই অধিকাংশ শহর গুলোতে প্রধান ফটোক রয়েছে বা এ নির্মাণের জন্য আলাদা ঐতিহাসিক কিছু ইতিহাস রয়েছে। পৃথিবীর প্রায় দেশে গৌরব এক ইতিহাস বহন করে চলেছে সে সব দেশের প্রধান গেইট গুলো। সে ক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু ব্যতিক্রম নয়। ব্রিটিশ সময়ের সেই ঐতিহাসিক গেটটি এক ঐতিহাসিক ইতিহাস বহন করে চলছে। আর ঢাকাতে এই ঐতিহাসিক গেটটি কে নির্মাণ করেছে এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানতে আমরা অনেকেই আগ্রহী। ঢাকা গেইট এই ঐতিহাসিক স্থাপনাটি নির্মাণ করেছিলেন মীর জুমলা। মোগল সম্রাট আওরঙ্গ জেবের আমলে বাংলার সুবাদার ছিলেন মীর জুমলা। মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে এই ঐতিহাসিক ঢাকা গেইটি নির্মাণ করেছিলেন।