বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাস গুলোর মধ্যে অন্যতম উপন্যাস হলেন নদী ও নারী উপন্যাসটি। বিভিন্ন সূত্র থেকে জানা যায় উপন্যাসটি প্রকাশিত করা হয়েছে ১৯৫২ সালের দিকে। নদী ও নারী উপন্যাসটির পটভূমি পদ্মা প্রকৃতি এবং তার উপর ভেসে ওঠা চর এর সমস্যাপট সেই নতুন সীমিত ভূখণ্ডটিতে মানুষের বেঁচে থাকার আবর্তন লেখা হয়েছিল এই উপন্যাসটি। বাঙালি জাতির নদীর সাথে একটি প্রানের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক ঘিরে নানান সময়ে নানান কবি নানান ধরনের উপন্যাস তৈরি করেছেন। আর তার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাসটি হল নদী ও নারী। তাই নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে এই বিষয়টি সম্পর্কে আমরা জেনে নিতে চাই। আর এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আপনারা গুগল সহ ইন্টারনেটে নানান জায়গায় অনুসন্ধান করছেন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে এ প্রশ্নের উত্তরটি জানিয়ে দেবো।
পৃথিবীতে এমন কিছু সম্পর্ক রয়েছে যা কখনও শেষ হয় না।আর সে সকল সম্পর্ক গুলোর মধ্যে অবিরাম স্রোতের মতো চলতে থাকে নারী ও নদীর কাছে। আর এর উল্লেখযোগ্য কারণ হলো নদী তার মায়া মমতা দিয়ে জড়িয়ে রেখেছে বাংলাদেশকে।আর নারী প্রেম দিয়ে এগিয়ে নিচ্ছে সম্পর্ককে দুটিই গতিময়। তাছাড়া নদী ও নারী উপন্যাসটি ফুটে উঠেছে পদ্মা নদীর চরের মানুষের সুখ-দুঃখ হাসি কান্না উপন্যাসের চরিত্র গুলোতে সাবলীল ভাবে ধরা পড়েছে। উপন্যাসটি তে এক দিকে বাঁচার তাগিদ অন্যদিকে প্রেম সমাজের বহু বাস্তবিক ঘটনা গুলোকে উপন্যাসটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। নদীর সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক যেমন আবহমান কালের তেমনি নারী ছাড়াও মানুষের জীবনের অসম্পূর্ণ এই উপন্যাসটিতে তা বারবার তুলে ধরা হয়েছে।
নদী ও নারী উপন্যাসটি খুব সংক্ষিপ্ত আকারে সহজ ও সরল ভাষায় প্রকাশিত করা হয়েছে যেন পাঠকদের বুঝতে কোন ধরনের সমস্যা না হয়। উপন্যাসটির কাহিনী সংক্ষিপ্ত হলেও উপন্যাসটির ছন্দপতন কোথাও ঘটেনি। এর জন্য উপন্যাসটির জনপ্রিয়তা এত বেশি। নদী ও নারী উপন্যাসটির সংক্ষিপ্ত রূপ বাংলা সাহিত্য এক নতুন মাত্রা যোগ করেছে। নদী ও নারী এ উপন্যাসটিতে পদ্মা যেমন এই জনগোষ্ঠীর জীবিকার সহায়, তেমনি প্রাকৃতিক দুর্যোগেরও উৎস তা বোঝা য়ায়। নদী ও নারী উপন্যাসটি সম্পর্কে আপনাদের অনেক অজানা তথ্য জানিয়ে দিলাম। এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই উপন্যাসটির রচয়িতা কে।
বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন কবি নদী ও নারী উপন্যাস টির রচয়িতা ছিলেন। তিনি বাংলা সাহিত্যের বিখ্যাত একজন গুণী ব্যক্তি। তার এ ধরনের উপন্যাস নাটক, কবিতা, ছড়া বিশাল জনপ্রিয়তা সৃষ্টি করেছে। বাংলা সাহিত্যে তার অবদান অনন্য।