লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এ দেশকে শত্রুমুক্ত করতে পেরেছিল বাঙালিরা। আর তাদের এই অবদানের জন্যই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ ও স্বাধীন দেশের পতাকা। জাতীয় পতাকা এমন একটি বিষয় যেটা একটি দেশের নাগরিকদের পরিচয় বহন করে। আধুনিক বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রের একটি করে স্বতন্ত্র পতাকা আছে যা জাতীয় পতাকা হিসেবে পরিচিত। আর বাংলাদেশে এক্ষেত্রে ব্যতিক্রম নয়। বাংলাদেশের জাতীয় পতাকাটি নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করা সম্ভব হয়েছিল। তাই এই জাতীয় পতাকাটি নিয়ে আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরী করেন এ সম্পর্কে জেনে নিন অনেকেই আগ্রহী। তাই আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সম্পর্কিত বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনাদের জন্য প্রতিনিয়ত এ ধরনের ছোট ছোট গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে লিখে থাকে।
বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারি ভাবে গৃহীত হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস কে কেন্দ্র করে নির্মিত করা হয় বাংলাদেশের জাতীয় পতাকাটি। তাছাড়া জাতীয় পতাকাটি একটি দেশের জন্য অর্থাৎ তার নিজ দেশের নাগরিকের জন্য নির্দিষ্ট একটি পরিচয় বহন করে। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকাটির ভিতরে লাল বৃত্তে বাংলাদেশের মানচিত্র ছিল পরবর্তীতে পতাকাকে সহজ করতেই মানচিত্র টি বাদ দেয়া হয়। বাংলা দেশের জাতীয় পতাকা থেকে মানচিত্র টি সরিয়ে ফেলা হয়।পতাকার উভয় পাশে সঠিকভাবে মানচিত্র টি ফুটিয়ে তোলার জন্য। আর এর জন্যই পতাকা থেকে মানচিত্র টি সরিয়ে ফেলার অন্যতম কারণ। তাছাড়া বাংলাদেশের প্রতিটি জাতীয় দিবসে বাংলাদেশের জাতীয় পতাকাটি বিশেষ মর্যাদা পেয়ে থাকে।
ডিসেম্বর মাস আসলেই আমাদের চারপাশে লক্ষ্য করা যায় বাংলাদেশের জাতীয় পতাকাটি। বাংলার কৃতি সন্তানদের স্মরণ করা হয় জাতীয় পতাকা উত্তোলন করে। আর এই দিনটিকে বাংলাদেশের আকাশে বাতাসে বাংলাদেশের জাতীয় পতাকাটি উড়তে দেখা যায়। বাংলাদেশের জাতীয় পতাকাটি বাঙালির জীবন ও ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পতাকাটির মাধ্যমে বাঙালি তার জাতীয়তা পরিচয় বহন করে। তাই এই পতাকাটি সম্পর্কে সকল ধরনের তথ্য আমাদের জেনে থাকা উচিত। তাই এখন আমরা আপনাদের কে জানিয়ে দেবো বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন বাংলাদেশের জাতীয় পতাকার নকশা তৈরি করেন কামরুল হাসান। আর মানচিএ খচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিব নারায়ন দাস। তিনি ছিলেন একজন ছাত্রনেতা প্রথম জাতীয় পতাকাটির নকশা তিনি তৈরি করেছিলেন।