কে অসহযোগ আন্দোলনের ডাক দেন

অসহযোগ আন্দোলন বাংলার ইতিহাসে একটি অন্যতম ঘটনা। অসহযোগ আন্দোলন টি ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান সামরিক সরকারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান সংঘটিত একটি গণ আন্দোলন। সাধারণত বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের সামরিক জান্তার বিরুদ্ধে অসহযোগ কর্মসূচির প্রতিফলিত ঘটে। আপনারা অনেকেই এই অসহযোগ আন্দোলনটি সম্পর্কে জেনে নিতে চান। তাছাড়া আপনাদের অনেক সময় অনেক ক্ষেত্রে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন এই প্রশ্নটির মুখোমুখি হতে হয়। তাই এ প্রশ্নটির উত্তর জেনে নিতে অনেকেই বেশ আগ্রহী আর আগ্রহ থেকেই আপনারা এ প্রশ্নটির উত্তর খোঁজার জন্য গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে এ বিষয়টি সম্পর্কে জানিয়ে দেব। তাছাড়া গুগলে সার্চ করার সাথে সাথে এ ধরনের প্রশ্নের উত্তরগুলো আপনারা খুব সহজেই আমাদের ওয়েব সাইটে ভিজিট করে জেনে নিতে পারবেন।

এই গণআন্দোলন মানে অসহযোগ আন্দোলনটি প্রায় পঁচিশ দিন লাগাতারে পর্যায়ক্রমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে চলমান ছিল। এই আন্দোলনটির মূল উদ্দেশ্য ও বিশেষ কিছু কারণ গুলোর মধ্যে ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। এই সময়কালে ক্রমশ পূর্ব পাকিস্তানের বেসামরিক প্রশাসনের উপর থেকে পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রায় অচল হয়ে পড়ে। আন্দোলনের এক পর্যায়ে সেনানিবাসের বাইরে পুরো পূর্ব পাকিস্তান কার্যত শেখ মুজিবুর রহমানের নির্দেশেই চলছিল। তাই এই আন্দোলনটি কে সরকারের সাথে জন সাধারণের অসহযোগিতা মূলক আন্দোলন কে সাধারণ ভাবে অসহযোগ আন্দোলন নামে অভিহিত করা হয়। আর এই আন্দোলন টি একটি গণআন্দোলনে রূপ ধারণ করে।

অসহযোগ আন্দোলনেই সচেষ্ট ছিলেন জনসাধারণ। যত বেশি সম্ভব মানুষ এই আন্দোলনটিতে অংশগ্রহণ করেছে। নারী-পুরুষ-শিশু অবহেলিত জনগোষ্ঠী, ছাত্র ছাত্রী তরুণ যুবক- সকলেই এই অসহযোগ আন্দোলন টিতে শামিল হয়েছিল। স্বাধীনতার জন্য প্রকৃত অর্থেই এই আন্দোলনটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর এই আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে গণজাগরণ। রাজপথের আন্দোলনের পাশাপাশি অসহযোগ ও শান্তিপূর্ণ আইন অমান্য আন্দোলনে তার লক্ষ্য ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়- স্বাধীন দেশের জন্য অর্থনৈতিক ভিত্তি তৈরি করা। বিদেশি পণ্য বর্জনের পাশাপাশি তিনি স্বদেশি পণ্য উৎপাদনে উৎসাহ দেন। ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের সমান্তরাল ভাবে গড়ে উঠতে থাকে স্বদেশি বিদ্যালয়।

বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব আন্দোলন সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম আন্দোলন হল অসহযোগ আন্দোলন। ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারে র বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে পরিচালিত আন্দোলন‌ হয় এই গণআন্দোলন টি। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্স মাঠে দিকনির্দেশনা মূলক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। তাই আপনারা যারা কে অসহযোগ আন্দোলন ডাক দেন এ সম্পর্কে জেনে নিতে চান তাদের জন্য বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ছিলেন। অসহযোগ আন্দোলন টির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পটভূমিতে অসহযোগ আন্দোলনটি অবিস্মরণীয় একটি ঘটনা।

আপনারা যারা এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো সম্পর্কে জেনে নিতে চান এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের ওয়েবসাইটে জানিয়ে দিলাম। তাছাড়া শিক্ষা সংক্রান্ত যে কোন তথ্য পেতে হলে আপনারা আমাদের ওয়েবসাইটে থেকে জেনে নিন। আমরা প্রতিনিয়ত সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো দিয়ে থাকি। তাই আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর গুলো সম্পর্কে জেনে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *