হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে এই গানটি লেখা হয়েছিল তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। এই গান টি বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয় একটি গান। বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য এই মহান নেতার অবদানের কথা বলে শেষ করা যাবে না। তিনি সারাটি জীবন বাঙালি জাতির জন্য লড়াই করে গিয়েছেন। মহান এই নেতা পৃথিবীতে না থেকেও তার কাজের মাধ্যমে বাঙালির মনে ও বাংলাদেশে যুগ যুগ ধরে অমর হয়ে থাকবেন। তাই তার উদ্দেশ্যে লেখা বিশেষ এই গানটি অর্থাৎ তুমি বাংলার ধ্রুবতারা গানটির গীতিকার কে এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে অনেকে জেনে নিতে চাই। তাই আমরা আপনাদের জন্য আমাদের আজকের পোষ্টের মাধ্যমে এ প্রশ্নের কাঙ্খিত উত্তর টি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করব। তাই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করে এ ধরনের প্রশ্নের উত্তর গুলো জেনে নিবেন।
বাংলাদেশের কৃতি সন্তান ও মহান এই ব্যক্তিটির জন্য বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জন সম্ভব হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ১৯৭১ সালে বাংলাদেশ থেকে শত্রু মুক্ত করতে পেরেছিল। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছিল আর এই বিজয়ের পিছনে মূল নেতৃত্বদানকারী ছিলেন এ দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই কৃতিত্বের জন্য তার উদ্দেশ্যে অনেক ধরনের গান কবিতা, ছন্দ, প্রামান্য চিত্র, বিভিন্ন বই ইত্যাদি লেখা হয়েছে। যেন যুগ যুগ ধরে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকতে পারেন। এই গান কবিতার ছন্দ মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম যেন বুঝতে পারে এই মহান ব্যক্তি সম্পর্কে।
তুমি বাংলার ধ্রুবতারা এই গানটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ থিম সং। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর তাই তাঁর এই জন্মশতবার্ষিকী উদযাপনের জন্যই মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ এই গানটির মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধা জানানো হয়। তাই তুমি বাংলা ধ্রুবতারা গানটি গীতিকার কে এই প্রশ্নটি উত্তর অনেকে জেনে নিতে চাই গানটির গীতিকার ছিলেন কবি কামাল চৌধুরী। বিশেষ বিশেষ আয়োজন এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিববর্ষ টি পালন করা হয়। সারা বছর ধরে খুব জমকালো আয়োজনের মাধ্যমে মুজিব বর্ষ পালন করা হয়। আর মুজিব বর্ষের এই বিশেষ থিম সং টি প্রতিনিয়ত বাজতে থাকে। মুজিববর্ষ টি বাঙালী জাতির জন্য একটি স্মরণীয় কাব্যগাথা দিন হিসেবে ইতিহাসে রচিত হয়ে থাকবে।