তাকবিরে তাশরিক কখন পড়তে হয়

তাকবিরে তাশরিক জামাতে হোক বা একা, আরবি জিলহজ মাসে ১০ দিন সর্বাবস্থায় এটা বলতে হবে। পুরুষ হোক বা নারী সকলকেই বলতে হবে। তাকবীরে তাশরিফ পড়া খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই আপনারা অনেকেই তাকবীরে তাশরিফ কখন পড়তে হয় কোন সময় পড়তে হয় এসব বিষয়ে অনেকেই অজানা, আপনারা এসব বিষয় জানার জন্য অনেকেই ইন্টারনেট অনুসন্ধান করছেন তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের এখানে এই প্রশ্নের উত্তরগুলো প্রকাশিত করছে।

তাকবির তাশরিক দুই ধরনের। একটি হলো রাসুল (সা.) যখন জিলহজের মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে শুরু করে তাকবির দেওয়ার ব্যাপরে একটা নির্দেশনা দিয়েছেন। রাসুল (সা.) বলেছেন, জিলহজ মাসের এই দিনগুলোতে তোমরা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সোবাহান আল্লাহ, এই তাকবির গুলো বেশি বেশি করে পড়। এ দিনগুলোতে তাঁরা যেন বেশি বেশি করে আল্লাহর জিকির করে থাকে। এই দিনগুলোতে অধিক পরিমাণে তাকবির অথবা আল্লাহর জিকির করা রাসুল (সা.)-এর সুন্নাহ। তাই জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে একেবারে কোরবানি শেষ হওয়া পর্যন্ত ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবির দেওয়া সুন্নাহ বলে ঘোষণা করেছে।

জিলহজের প্রথম দশ দিন মুমিনের জন্য আল্লাহর বিশেষ উপহার। এই দশ দিনের আমল আল্লাহর কাছে বছরের অন্যান্য দিনের আমলের চেয়ে অধিক পছন্দনীয়। আরেকটি তাকবির হলো, এটি আরাফার দিন থেকে শুরু করে অথবা নয় তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আছর পর্যন্ত বিশেষভাবে প্রত্যেক সালাতের পরে তাকবির দেওয়ার বিষয়টিকে একদল ওলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন।

আপনারা যারা তাকবিরে তাশরিক কখন পড়তে হয় এই প্রশ্নটির উত্তর জানতে চাচ্ছিলেন আমাদের এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *