পবিত্র রমজান মাসে এশার নামাজের পর যে সুন্নতে মুয়াক্কাদা নামাজ আদায় করা হয়, তাকে তারাবির নামাজ বলে। আমরা অনেকে তারাবির নামাজের শেষ সময় কখন এই প্রশ্নের উত্তরটি ইন্টারনেটে অনুসন্ধান করছি আপনাদের বলব সঠিক উত্তরটি জানার জন্য আমাদের এখানে আপনাকে এই প্রশ্নের উত্তরটি দেখে নিতে হবে।
রাসুলুল্লাহ (সা.) তারাবির নামাজের জন্য রাতের কোনো বিশেষ সময়কে নির্দিষ্ট করে দেননি। তবে তারাবি নামাজ অবশ্যই এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের পূর্ববর্তী সময়ের মধ্যে আদায় করতে হবে। নবী করিম (সা.) বেশির ভাগ সময় রাতের শেষাংশে তারাবি আদায় করতেন এবং প্রথমাংশে বিশ্রাম নিতেন। তিনি কখনো আট রাকাত, কখনো ১৬ রাকাত, আবার কখনো ২০ রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। কিন্তু বিশেষ কারণবশত নিয়মিত ২০ রাকাত পড়তেন না। তবে ৮ রাকাতের নিচে এই নামাজ আদায় করা যাবে না।
আমরা অনেকেই তারাবির নামাজ এক বছর পর পরে থাকি তাই এই নামাজের নিয়ম ও পদ্ধতি ভুলে যাই সাধারণত দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। আবার দুই রাকাত নামাজ পড়া। এভাবে ৪ রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নিতে হয়। বিশ্রামের সময় তাসবিহ তাহলিল পড়া, দোয়া-দরূদ ও জিকির আজকার করা। তারপর আবার দুই দুই রাকাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি আদায় করা উত্তম। এই নামাজের ফজিলত অনেক বেশি। তারাবির নামাজ এশার নামাজের ফরজ ও সুন্নত নামাজের পর আদায় করতে হবে।
আপনারা যারা তারাবির নামাজের শেষ সময় কখন জানতে চেয়েছিলেন আমাদের এখান থেকে আপনাদের এই কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানিয়ে দিলাম।