মুসলিম উম্মাহ দীর্ঘ একমাস রোজা রাখার পর ঈদের দিন ধনী-গরীব সবাই যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এ জন্য মহান আল্লাহ ফিতরার বিধান প্রদান করেছেন। দীর্ঘ এক মাস পর রোজা ভাঙা উপলক্ষে গরিব-মিসকিনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে দান করা হয় তাই ফিতরা।
আপনারা অনেকেই এই ফিতরা কখন দিতে হয় কিভাবে দিতে হয় এসব এর সঠিক নিয়ম জানেন না আপনারা যারা ফিতরা কখন দিতে হবে এটা যদি না জানেন তাহলে আপনার ফিতারা দেওয়াটা কাজে আসবে না তাই আপনাকে জেনে নিতে হবে ফিতারা দেওয়ার উত্তম সময় কখন কিভাবে ফিতরা দিলে ভালো হয়।
ফিতরা একটি আর্থিক ইবাদত। যাকাত ফরজ হওয়ার জন্য যেসব শর্ত আব্যশক, ফিতরা ক্ষেত্রেও অনুরূপ শর্ত প্রযোজ্য। ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সঙ্গে সঙ্গে ফিতরা ওয়াজিব হয়। তাই কেউ যদি সেদিন সুবহে সাদিকের আগে জন্ম হয় বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার ওপর ফিতরা ওয়াজিব।
ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে ফিতরা দিয়ে দিতে হবে বা আদায় করতে হবে। ঈদের নামাজের পর তা আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং সাধারণ দান হিসেবে গণ্য হবে। কোনভাবেই ঈদের নামাজের পর ফিতারা দেওয়া যাবে না। কারণ ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতারা তুলে দিয়ে সেগুলো গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে বন্টন করতে হবে, এককথায় যারা ফিতরা পাওয়ার হক রয়েছে তাদের মাঝে দিয়ে দিতে হবে।
আপনারা যারা ফিতরা কখন দিতে হয় এই সম্পর্কে জানতে চাচ্ছিলেন আপনারা আমাদের এখানে এসে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিন।