অন্ধকারে আমরা সবাই ভয় পাই। অজানা একটি ভয় আমাদের মনের মধ্যে বারবার দোলা দিতে থাকে। দিনের বেলায় আমাদের ভূত-পেত্নী অথবা এমন প্যারানরমাল কোন কিছুতে ভয় হয় না। কিন্তু রাত হলেই কেমন যেন গা ছমছম করে। সুতরাং এখান থেকে এইটার প্রমাণ হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি ভয় পাই রাতের অন্ধকার কে। এই কথাগুলো বলার কারণ হলো আপনারা অনেকেই লাশ দেখলে ভয় করেন। যদিও লাশগুলো আমাদের মতই কোনো না কোনো মানুষ পার্থক্য এটুকুই আমরা জীবিত আর তারা মৃত।
অনেক সময় বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে যে মানুষ মৃত্যুবরণ করে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক থাকে না। এই অস্বাভাবিক চেহারা লাশ গুলো দেখলেই আমাদের মনে ভয় কাজ করে। আবার অনেকে খুব সহজেই এই লাশগুলো দেখতে পারে। বাস্তব জীবনে যারা এমন লাশ দেখতে পছন্দ করেন না তারা দেখবেন না কিন্তু যদি স্বপ্নের মধ্যে এমন লাশ দেখে থাকেন তবে কিছুই করার থাকেনা। স্বপ্নের মধ্যে এমন লাশ দেখলে ইচ্ছা না থাকা সত্ত্বেও দেখতে হয়।
আপনারা অনেকে প্রশ্ন করেছেন স্বপ্নের মধ্যে লাশ দেখলে আমাদের সাথে কোন কিছু ঘটতে পারে কিনা। এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় জেনে রাখা জরুরী যে স্বপ্নের মধ্যে আপনি যে লাশটি দেখছেন তা দেখার পিছনে কোন নির্দিষ্ট কারণ রয়েছে কিনা। অনেক সময় আমাদের চোখের সামনে যদি কেউ মৃত্যুবরণ করে তবে বারবার ওয়ে ঘটনা আমাদের মনের মধ্যে ভাসতে থাকে। এই কারণেই আমরা স্বপ্নের মধ্যেও ওই ঘটনা দেখতে পারি। এমন পরিস্থিতিতে আমাদের মানসিক অবস্থা ভালো থাকে না তাই বারবার স্বপ্নের মধ্যে লাশ দেখাটা স্বাভাবিক। এমন হলে খুব বেশি সিরিয়াস না হয়ে মন শক্ত করতে হবে এবং মনোবিদের পরামর্শ নিতে হবে।