কি এবং কী এর পার্থক্য | কি ও কী এর পার্থক্য

আমাদের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন হয়ে থাকে। এমন যুগল শব্দকে আমরা শব্দজোড় হিসেবে চিনে থাকি। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয় তবে অধিকাংশ ক্ষেত্রেই উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না এদের পার্থক্য করতে হলে অবশ্যই লিখে দেখাতে হয়। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য আমরা বুঝতে পারি ভালোভাবে নইলে আসলে কানে শুনে বোঝা যায় না এটি কোন পার্থক্য আছে কিনা।

তাই বলা যায় যে কানে শুনতে একই রকম হলেও আসলে অর্থ ভিন্ন বা ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে বা হয়ে থাকে। তাই এ ধরনের শব্দের মধ্যে আজকে আমাদের দেখাতে হবে কি এবং কী এর মধ্যে পার্থক্য। এখানে বলা যায় যে সকল প্রশ্নের উত্তর আমরা অতি সংক্ষেপে অর্থাৎ হ্যাঁ অথবা না দিয়ে যদি উত্তর করা যায় তাহলে সেই সকল প্রশ্নের আমরা কি ব্যবহার করতে পারি। যদি কোন প্রশ্নের উত্তর সংক্ষেপে না হয় অর্থাৎ বিস্তারিতভাবে বলতে বা লিখতে হয় সে সকল প্রশ্নের উত্তরগুলি লেখার জন্য বা লেখানোর জন্য আমাদের প্রশ্নে অবশ্যই কী লিখতে হবে। তাই আমরা বলতে পারি যে কি এর উত্তরে ক্রিয়া বিশেষণ এবং কী এর উত্তরে বিশেষ্য বা সর্বনাম পদ পাওয়া যায়। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দেখাতে পারি বা বলতে পারি যে-কি এর ব্যবহার ক্ষেত্রে প্রশ্ন করা যায় যেমন: তোমার নাম কি? এই প্রশ্নটির উত্তর অবশ্যই সংক্ষিপ্ত বা এক কথায় দেওয়া হয়। সেই কারণে এ ধরনের প্রশ্ন আমাদের সংক্ষিপ্ত উত্তরের জন্য করা হয়।

আবার আরেকটি উদাহরণ হিসেবে বা কী এটির ব্যবহারের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে- তুমি এখন কী করবে? এই প্রশ্নটির উত্তরে বিস্তারিতভাবে বলা যেতে পারে যে সে এখন কি কি করতে পারে বা কি কি কাজ করবে এ ধরনের বিস্তারিত উত্তর আসে এই প্রশ্নের ধরুন। তাই যে কোন প্রশ্ন লিখার আগে প্রশ্নটি কিভাবে করা হয়েছে সে বিষয়ে আমাদের আগে ভেবে নিতে হবে তারপরে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়া বাঞ্ছনীয় বলে মনে করা হয়। অর্থাৎ যদি এক কথায় উত্তর করতে হয় বোঝায় তাহলে আমাদের সেই প্রশ্নগুলিতে অবশ্যই কি লেখা থাকবে। আবার কোন প্রশ্নের উত্তর যদি বিস্তারিত দিতে হয় বা যদি কোন প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে লিখতে বলা হয় তাহলে অবশ্যই প্রশ্নকর্তাকে প্রশ্নটি সম্পর্কে আগে অবগত হতে হবে যে সে কিভাবে প্রশ্নের মধ্যে বলতে পারে যে উত্তরটি বিস্তারিতভাবে দিতে হবে।

অর্থাৎ প্রশ্নকর্তাকে সেই ক্ষেত্রে কী লিখতে হবে। যদি প্রশ্নে কী লেখা থাকে তাহলে অবশ্যই উত্তরদাতা কে সেটা ভেবে নেই উত্তর দিতে হবে যে এখানে কি লেখা রয়েছে অর্থাৎ প্রশ্নের উত্তরটি অবশ্যই বিস্তারিতভাবে আমাকে দিতে হবে সে ভাবনাটি ভেবেই অবশ্যই উত্তর দিতে হবে। তাই এখানে বলা যায় যে কি এবং কী বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ দেয় যেখানে কি ক্রিয়া বিশেষণ বা অব্যয় বলা যেতে পারে অপরপক্ষে কী সর্বনাম পদ হিসেবে কাজ করে থাকে। তাই বলা যায় উভয়েই প্রশ্নবোধক বা বিশ্বাস সূচক বাক্যে ব্যবহৃত হয।

সমোচ্চারিত শব্দ হওয়ায় প্রায়শীল লেখা ও পড়ার সময় ভুল হয়ে থাকে। সাধারণত এই ভুলটি করা যাবে না। প্রত্যেককেই লেখার সময় অবশ্যই সেটি উচ্চারণটা ভালো করে করতে হবে এবং লেখার সময় সেটির দিকে দৃষ্টি রেখে প্রশ্নের উত্তরগুলি সংযোজন করতে হবে। আমাদের এই পোস্টটিতে আমরা কি এবং কী এর ব্যবহার বিস্তারিতভাবে তুলে ধরলাম। তাহলে আশা করা যায় পাঠকদের মনে অবশ্যই গেছে যে কি এবং কী এর ব্যবহার কোথায় কিভাবে করতে হবে। পাঠকদের তাহলে এ সম্পর্কে আর কোন দ্বিধা দ্বন্দ্বে ভুগতে হবে না বলে আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *