সাধারণত শীতের শেষেই ফাল্গুনের আগমনী বার্তা নিয়ে আসে ফাল্গুন মাস। আর এই ফাল্গুন মাসেই বসন্তের ছোঁয়া আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। আর মানুষ বসন্তের ছোঁয়াতে পহেলা ফাল্গুন উদযাপন করে। তাই আপনারা অনেকেই এই দিনটিকে খুব ভালোভাবে পালন করতে চান তাই আগে থেকেই জেনে নিতে চান ২০২৩ সালের পহেলা ফাল্গুন কত তারিখে। আর আপনারা যারা এ বছরের পহেলা ফাল্গুন ২০২৩ কত তারিখে এ বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান। আমাদের আজকের এই আর্টিকেলটিতে আপনাদের সুবিধার বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হবে এ বছরের বাংলা ফাল্গুন মাসের পহেলা তারিখ কবে। তাই খুব ধৈর্য সহকারে আমাদের আজকের আর্টিকেলটি একটু মনোযোগ সহকারে পড়ুন। আর জেনে নিন ২০২৩ পহেলা ফাল্গুন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই পহেলা ফাল্গুনের বসন্ত বরণে চলে ধুম আয়োজন। শীত চলে যাবে রিক্ত হস্তে, আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের বিদায় ঘন্টা। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ফাগুনের মূল বিশেষত্ব হল এ মাসে দেখা মিলে নানা ফুলের। দৃষ্টি নন্দন এসব ফুলের সুভাস আর সৌন্দর্যে হারিয়ে যান সব বয়সীরা। বিশেষ করে তরুণদের মাঝে কাজ করে অন্য এক অনুভূতি। মন টিকে না ঘরে। পহেলা ফাল্গুন উৎসব এ প্রিয়জন, বন্ধু-বান্ধবের সঙ্গে মিলেমিশে থাকার আনন্দে ভেসে থাকতে চাই মন। আর তাদে র রাঙাতেই যেন প্রকৃতিতে ফুটে অপরূপ সব ফুলের মেলা।
পহেলা ফাল্গুন উৎসব বাঙালির অন্যতম একটি উৎসব। বহু প্রাচীন কাল থেকে বাঙ্গালী সংস্কৃতিত পহেলা ফাল্গুন উৎসবটি পালন করে থাকে। সাধারণত বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে মাঘ মাসের পরে যে মাসটি পড়ে সেই মাসের প্রথম তারিখেই পহেলা ফাল্গুন দিনটি পালন করে বাঙালিরা। পহেলা ফাল্গুন দিনটি বাঙালিরা খুব জাঁকজমক পূর্ণভাবে পালন করে থাকে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিনটিকে বসন্ত বরন হিসেবে পালন করে থাকে। পয়লা ফাল্গুন দিবসটিতে বিশ্ববিদ্যালয় মেয়েরা শাড়ি পড়ে মাথায় ফুল দিয়ে খুব আয়োজন এর মাধ্য মে দিনটিকে তারা উদযাপন করে। তাছাড়া পহেলা ফাল্গুন উৎসব টিতে আমরা প্রেমিক-প্রেমিকাদের সেদিন নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার জন্য নানারকম পরিকল্পনা করতে দেখা যায়। এসব পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো পহেলা ফাল্গুন।
প্রতিবছর পহেলা ফাল্গুন উৎসবটি বাংলাদেশ ব্যাপক আয়োজনের মধ্যে উদযাপন করে। গাছের নতুন পাতা গজায় আর কোকিলের কন্ঠে মনে ইঙ্গিত দিয়ে যায় পহেলা ফাল্গুনের ছোঁয়ার। তাই অনেকেই অনেক ভাবে এই ফাল্গুনের শুভেচ্ছা নানানভাবে তার প্রিয় মানুষের কাছে পৌঁছে দেয়। তাছাড়া পহেলা ফাল্গুনের উৎসব কে ঘিরে ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় এই গানটি ছাড়া পহেলা ফাল্গুনের উৎসব যেন পরিপূর্ণতা পায় না। বাংলার এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই ফাল্গুন মাসের প্রথম তারিখে পহেলা ফাল্গুন পালন হয়ে আসছে। ইতিহাস থেকে জানা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে পহেলা ফাল্গুন উৎসব টি বা বসন্ত বরন উৎসবটি চলে আসছে। যেটা বাঙালি জাতি এখনো তার সংস্কৃতিতে ধরে রেখেছে।
আপনারা যারা পহেলা ফাল্গুন ২০২৩ কত তারিখে এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান আজকে আমাদের এই আর্টিকেলটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এই সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন।