আরবি ক্যালেন্ডার অনুসারে চারটি সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে উত্তম মাস হল মহরমের মাস। এ মাসেটিতে বিশেষ কিছু ইবাদত রয়েছে। যেগুলো প্রত্যেকটি মুসলমানের জন্য নফল ইবাদত হিসেবে ইসলামের নির্দেশ রয়েছে। আর নফল ইবাদতের মধ্যে রোজা অন্যতম। তাই আপনারা অনেকে জেনে নিতে চান মহররমের রোজা কত তারিখে। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে এ ধরনের প্রশ্নের উত্তর গুলো প্রতিনিয়ত লিখে থাকি। তাই আপনারা গুগলে সার্চ করার সাথে সাথে এ ধরনের প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে জেনে নিতে পারবেন।
আরবি হিজরি সনের প্রথম মাস মহররম। ইসলামের পরিভাষায় এ মাসটি মুসলিম জাতির জন্য অত্যন্ত তাৎপর্য ও গুরুত্বের একটি মাস। মহরম মাসের কারবালার ঘটনাটি ঐতিহাসিক ও অন্যতম একটি ঘটনা। তাইতো মহররম মাসের ৯, ১০ ও ১০, ১১ তারিখে ২টি করে নফল রোজা রাখা টা উত্তম। মুসলমানদের এই নফল ইবাদতটি বিশেষ ও অধিক সোয়াবের একটি ইবাদত।