Sentence কাকে বলে

একাধিক পদের দ্বারা কোন বিষয়ে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। আমাদের দেখাতে হবে ইংরেজিতে sentence কাকে বলে? ইংরেজিতে বাক্য অনেক ধরনের হয়ে থাকে এগুলো এখন আমরা দেখব বাক্য কত প্রকার এবং সেগুলো কি কি। ইংরেজিতে sentence পাঁচ প্রকার যথা: Assertive sentence, Interrogative sentence, Imperative sentence, Optitive sentence, Exclamatory sentence. এখন দেখা যাক এই sentence গুলি কাকে বলে?

1. Assertive sentence: যে Sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive Sentence বলে।
The sentence that gives statement is called an assertive sentence.
Assertive sentence দুই প্রকারের হয়ে থাকে যথা:
i. Affirmative sentence. ii. Negative sentence

যে Sentence-এ কোন কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ-বোধক উত্তর দেওয়া হয় তাকে Affirmative Sentence বলে। অর্থাৎ The sentence that gives a positive sense or meaning is called affirmative sentence. আবার
যে Sentence দ্বারা না-বোধক অর্থ প্রকাশ পায় তাকে Negative Sentence বলে। ‌ The sentence that gives a negative sense or meaning is called negative sentence.

2. Interrogative sentence:যে Sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বলে। An interrogative sentence is a sentence which asks questions. উদাহরণ হিসেবে দেখা যায়- What are you reading? Where did he go yesterday? ইত্যাদি।
3. Imperative sentence: যে Sentence দ্বারা আদেশ উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বুঝায় তাকে Imperative Sentence বলে। The sentence that expresses order, advice, request, proposal, prohibition etc. is called imperative.
4. Optative Sentence: যে Sentence-এ মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।
The sentence that expresses wish, prayer, blessing etc. is called optative sentence.
May Bangladesh prosper day by day.

5. Exclamatory sentence: যে Sentence এ মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে Exclamatory sentence বলে। ‌‌ The sentence that expresses the sudden feeling of mind, surprise, joy, sorrow etc. is called exclamatory sentence.
বাংলা ভাষায় যেমন এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হয়। বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে যদি প্রকাশিত না হয়ে থাকে তাহলে তাকে বাক্য বলা যায় না। অর্ধাংস কোন বাক্য হতে পারেনা। বক্তার মনের ভাব অবশ্যই সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে বাক্য হতে হলে। তেমনিভাবে ইংরেজিতেও sentence হতে হলে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হয়।

আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন কারণ আমাদের ওয়েবসাইটে আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের তথ্য এবং প্রশ্নের উত্তর প্রকাশ করে থাকি। আমাদের ওয়েবসাইটে সকল প্রশ্নের উত্তর বা তথ্যগুলি সম্পন্ন নির্ভুল এবং সঠিক থাকে। তাই আপনার প্রয়োজনীয় যে কোন তথ্য প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইট থেকে এসে দেখে নিতে পারবেন। আবার আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তরগুলি প্রয়োজন হলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।

আমাদের ওয়েবসাইট থেকে কোন তথ্য বা প্রশ্নের উত্তর ডাউনলোড করে নিতে আপনাদের আলাদা কোন টাকা পয়সা খরচ হবে না।তাহলে আমরা sentence সম্পর্কে সকল কিছু দেখলাম। অর্থাৎ sentence যে পাঁচ প্রকার সেই পাঁচ প্রকার sentence কাকে বলে এবং তাদের সংজ্ঞা দেখে নিলাম। এখন আমাদের দেখাতে বলা হয়েছে sentence কাকে বলে? তাহলে চলুন দেখা যাক sentence কাকে বলে

Sentence: একাধিক শব্দ (word) পাশাপাশি বসে যদি তা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে এবং তাতে কমপক্ষে একটি subject ও একটি verb থাকে তাকে sentence বলে। A sentence is a group of words which contains at least a subject and a verb and makes a complete
sense by itself.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *