সাধারণ কথায় প্রতিবিম্ব বলতে আমরা একটি ছবি অর্থাৎ কোন ব্যক্তির উল্টা ছবি যেটা প্রদর্শন হবে তাকেই তার প্রতিবিম্ব বলা হয়ে থাকে। আমরা এ ধরনের প্রতিবিম্ব সম্পর্কে সকলেই কমবেশি অবগত আছি। অর্থাৎ আমরা যখন বাড়ির দেয়ালে লাগানো কোন আয়নার সামনে যাই তখন আমার নিজের ছবি দেখতে পাই। যে যতদূর থেকে আয়নার সামনে দাঁড়াবে ছবিটি তত দূরেই মনে হবে। আসলে আমরা আমাদের একটি বিম্ব সেই সমতল মাধ্যমে অর্থাৎ কাচের মধ্যে দেখতে পাই এটাই হচ্ছে ওই ব্যক্তির প্রতিবিম্ব। অর্থাৎ যদি কোন বিন্দু হতে কোন আলোকরশ্মি গুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিসলিত হওয়ার পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় বা কোন বিন্দু হতে অপ্রসারিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হবে।
আমরা জানি একটি বস্তু হলো অসংখ্য বিন্দুর সমষ্টি ফলে বিন্দুর মত বস্তুর ও অসংখ্য প্রতিবিম্ব গঠিত হতে পারে। প্রতিবিম্ব সাধারণত দুই প্রকারের হয়ে থাকে । একটি বাস্তব প্রতিবিম্ব বা সদ প্রতিবিম্ব অপরটি অবাস্তব প্রতিবিম্ব বা অসদ প্রতিবিম্ব।
সদ প্রতিবিম্ব: যখন কোন বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মি গুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোন বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হলে দ্বিতীয় বিন্দুটি প্রথম বিন্দুর বাস্তব বা সৎ প্রতিবিম্ব হয়ে থাকে। আর একেই সদ প্রতিবিম্ব বলা হয়।
অবাস্তব বা অসদ প্রতিবিম্ব: এবং অপরপক্ষে প্রকৃতপক্ষে মিলিত না হলে তা অবাস্তব বা অসৎ প্রতিবিম্ব বলা হয়ে থাকে।
এতক্ষণ আমরা যে প্রতিবিম্বের সংজ্ঞা প্রদান বা তথ্য প্রদান করলাম এগুলি সবই আসলে বিভিন্ন পড়াশোনার আলোকে। তবে এই প্রতিবিম্ব সম্পর্কে আমরা সবসময়ই পরিচিত আছি। কারন আমরা সারাদিনে অনেকবারই আয়নার সামনে যাই এবার দিয়েও আমরা এখন স্মার্টফোনের সাহায্যে অহরহ সেলফি তুলি। এই সেলফিটিও আসলে আমাদের প্রতিবিম্ব উঠে। তাই প্রতিবিম্ব সম্পর্কে নতুন করে সকলকে আর বোঝানোর প্রয়োজন নেই। আমরা আমাদের সারাদিনের কর্মকাণ্ডে অনেক ভাবেই প্রতিবিম্বের সাথে জড়িত থাকে। তারপর আমরা বিভিন্ন কাজের জন্য আমাদের ছবি তুলতে হয়। এই ছবিগুলো আসলে আমাদের বা বস্তুর প্রতিবিম্ব। তাই আমরা আলোকরশ্মি যখন ঘন সচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যেমে প্রবেশ করতে দেখি তখন প্রতিশ্বরিত রশ্মি অবদান বিন্দুতে অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যায়।
এই কারণে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হতে পারে। এভাবে আপনের মান ক্রমশ বাড়তে থাকলে প্রতিসরণ কোন অনুরূপভাবে বাড়তে থাকে। আমরা যখন কোন গ্লাসের জানালার সামনে দাঁড়িয়ে আমাদের নিজের ছবি দেখার চেষ্টা করি তখন ক্লাস থেকে আলোর প্রতিফলনের ফলে আমরা একটা অস্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাই। এই প্রতিবিম্ব টা আসলে কোন আয়নায় তৈরি আমাদের প্রতিবিম্ব থেকে ভিন্ন হতে পারে। কারণ এটাকে অনেক বেশি আবছা লাগে এর কারণ হলো যে ওখানে কোন অসদ্বচ্ছ আস্তরণ থাকে না। আর এই কারণে অধিকাংশ আলোয় এর মধ্যে দিয়ে চলে যায় কেবল খুবই কম প্রতিফলিত হওয়ার কারণেই প্রতিফলিত প্রতিপক্ষটা এত আবছা আবছা আমরা দেখতে পাই। তাহলে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে চলাচল করে তখন এর গতিপথ কেমন সেটাও আমাদের দেখতে হবে।
আমরা জানি যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের প্রবেশ করে তখন এর কিছুটা পরিবর্তন হয়। তাহলে আমরা এখন দেখতে পারি প্রতিবিম্ব কাকে বলে?
প্রতিবিম্ব: কোনো বিন্দুর উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় , তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন কারণ আমাদের ওয়েবসাইটে আপনাদের যাবতীয় প্রয়োজনীয় বিষয় সম্পর্কে প্রকাশ করা থাকে। তাই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার মাধ্যমে আপনাদের সেই প্রয়োজনীয় উপাদান গুলি আমাদের ওয়েবসাইট থেকে খুব ভালোভাবে দেখে নিতে পারবেন এবং প্রয়োজনে ডাউনলোড করেও নিতে পারবেন।