প্রেম কথাটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত আছি। ভালোবাসার একটি রূপ হল প্রেম। প্রেম বিভিন্ন ধরনের হতে পারে। যেমন সৃষ্টিকর্তার প্রতি প্রেম সন্তানদের প্রতি প্রেম বইয়ের প্রতি প্রেম পশু প্রেম ইত্যাদি বিভিন্ন ধরনের প্রেম হতে পারে। তবে বস্তুতপক্ষে প্রেম কথাটি দ্বারা আমরা সচরাচর একজন নারী এবং একজন পুরুষের ভালোবাসাকে বুঝিয়ে থাকি। তবে একজন নারীর প্রতি পুরুষের প্রেম এবং পুরুষের প্রতি নারীর প্রেম এটি শুধু প্রেম নয়। প্রেম একটি খুব ভালো শব্দ। কারণ এ কথাটি দ্বারা শুধুমাত্র এক শ্রেণীর প্রতি আর এক শ্রেণীর ভালবাসার কথাই বুঝিয়ে থাকে। বাংলায় প্রেম এর ইংরেজি পরিভাষা হচ্ছে রোমান্স।
এই রোমান্স শব্দটি এসেছে ফরাসি আঞ্চলিক ভাষা থেকে যেখানে প্রাথমিকভাবে এটি একটি শ্লোক বর্ণনা কে নির্দেশ করে থাকে। তবে এই শব্দটি মূলত ল্যাটিন ভাষা থেকে এসেছে। রোমানিকাস থেকে রোমান্স। এই রোমানি কাছের অর্থ রোমান শৈলীর। এই প্রেম নিয়ে বাংলা অনেক গল্প উপন্যাস রয়েছে। বাংলায় লাইলি মজনু প্রেম এছাড়াও ইউরোপীয় স্বরাজ শেলী প্রেম রোমান্সের রূপ নেয়। তাই প্রেম কথাটি অতীত সাধারণ হলেও এর ব্যাপক মারাত্য রয়েছে। ইউরোপীয় মধ্যযুগে আঞ্চলিক গল্প মহাকাব্য এবং ব্যালাটগুলি সাধারণত সপ্তদশ শতাব্দীর শেষের দিকে প্রেমের ধারণা নিয়ে আসেনি। এই রোমান্স শব্দটি অন্যান্য অর্থের বিকাশ ঘটায় যেমন বলা যায় উনবিংশ শতাব্দীর প্রথম দিকের স্প্যানিশ এবং ইতালীয় সংঘাত দুঃসাহসিক এবং উত্তেজক এর সংজ্ঞা যা ভালবাসা এবং আদর্শবাদী গুণ উভয়কেই ঘনিষ্ঠ করতে পারে।
তাই আমাদের মধ্যযুগীয় বিভিন্ন মহাকাব্য রচিত হয়েছে এই প্রেম নিয়ে। যদিও কখনো কখনো দেখা গেছে এই প্রেম মানুষের সাথে ঈশ্বরের প্রেম । অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীব আত্মার প্রেম। এই ধরনের প্রেমের কাহিনীর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে মধ্যযুগীয় কবি গুরু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনের নাম উল্লেখ করা যেতে পারে।তবে নারীর সঙ্গে পুরুষের পুরুষের সঙ্গে নারীর প্রেম সম্পর্কেও অনেক গল্প গাঁথা মহাকাব্য রচিত হয়েছে আমাদের এই বাংলা সাহিত্যে। এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে লাইলী-মজনু প্রেম বাংলা সাহিত্যের একটি বিখ্যাত প্রেমের গল্প। এবং এখনো মানুষ যদি প্রেমের উদাহরণ দিয়ে থাকে তাহলে লাইলি মজনুর প্রেমকে উল্লেখ করে থাকে। এবং আমাদের আধুনিক যুগের অনেক কবি সাহিত্যিকরাই এ ধরনের গল্প উপন্যাস এ প্রেম কাহিনী লিখে থাকেন। আমাদের বিখ্যাত কবি সাহিত্যিক গল্পকার অর্থাৎ বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সকলেই প্রেম কাহিনী সম্পর্কে অনেক ছোট গল্প উপন্যাস লিখে গেছেন। এবং আমাদের বাংলা সাহিত্য কে তারা যথেষ্ট সমৃদ্ধ করে গেছেন। তাই প্রেম শব্দটি সেসব কবি সাহিত্যিকদের ভাষায় অনেক গভীরভাবে উঠে এসেছে।
শুধু একজন নারীর পুরুষের সঙ্গে বা পুরুষের নারীর সঙ্গে দৈহিক মিলন এর জন্য কাহিনী প্রেম কাহিনী রচিত হয়নি। তাদের আত্মার সাথে আত্মার মনের সাথে মনের মিলনের কাহিনী প্রেম কাহিনী রূপে জন্ম লাভ করেছে। তাই আমাদের ভুলে গেলে চলবে না প্রেম শব্দটি আসলে অনেক পবিত্র একটি শব্দ। তুচ্ছ তাচ্ছিল্য ভাবে এপিএমকে কখনো উপস্থাপন করা চলে না। কবি সাহিত্যিকরা যেসব প্রেম তাদের গল্প উপন্যাসে দেখিয়ে গেছেন সেগুলো প্রত্যেকটা প্রেমে ছিল মহৎ। সেখানে দেখানো হয়েছে ভালোবাসার জায়গায় কার অর্থাৎ প্রেমের গুণগান গাওয়া হয়েছে তাদের সাহিত্যে। তাই আমরা বর্তমান প্রজন্মের বিভিন্ন ছেলের সাথে মেয়েদের ভালবাসার গল্পকে প্রেম কাহিনী বলে চালিয়ে দেই।
কিন্তু ভালোবাসার এ সকল দৈহিক মিলনের সঙ্গে প্রেম কাহিনীর কোন সম্পর্ক নেই। প্রেম পবিত্র একটি সম্পর্ক এবং এই সম্পর্ককে যথেষ্ট আমাদের সম্মান করতে হবে। এ সম্পর্কে কোন এক কোভিদ একটি বাড়ির কথা বলা যেতে পারে। বাণীটি হলো স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায়। তাই এ ধরনের সকল প্রশ্নের তথ্য বা উত্তর পেতে আপনারা আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করবেন।