ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এতে বিশ্ব জগতের সৃষ্টি ধ্বংস ইহকালের সব প্রয়োজনীয় বিষয় মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন সবকিছুই সুন্দর ভাবে বর্ণনা করা রয়েছে। মানব জীবনের এমন কোন দিক নেই যা ইসলামে আলোচনা করা হয়নি। তাই ইসলাম সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জনের মাধ্যমে এই বিষয়গুলো একজন মানুষ জানতে পারে। এই কারণে ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করা হয়। সাধারণভাবে ইসলাম আরবি শব্দ। এই শব্দের আস্তানিক অর্থ হলো আনুগত্য করা আত্মসমর্পণ করা শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ তা’আলা ও রাসুলের আনুগত্য করাকে ইসলাম বলা হয়ে থাকে। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকটে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেয়া বিধান এবং হযরত মুহাম্মদ এর দেখানো পথ অনুসারে জীবন যাপন করাকে সাধারণভাবে ইসলাম বলা হয়ে থাকে।
ইসলাম সম্পর্কে একটি হাদিসে মহানবী সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন। তিনি সেই হাদিসে ইসলাম সম্পর্কে বলেন- ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। আর মোহাম্মদ আল্লাহর রাসূল সালাত আদায় করবে যাকাত প্রদান করবে রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে।আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ-নিষেধ বিধি-বিধান প্রেরণ করেছেন। এসব আদেশ-নিষেধ শরীয়ত হিসেবে প্রদান করেছেন। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হল ইসলাম। ইসলাম সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জনের মাধ্যমে যে বিষয়গুলো জানা যায় সেগুলো ইসলাম ধর্মের জন্য বা সকলের জন্য প্রযোজ্য। অর্থাৎ ইসলাম ধর্ম পালন করার জন্য অবশ্যই এই ইসলাম সম্পর্কে বিস্তারিত জ্ঞান জানা অবশ্যই কর্তব্য।
যেহেতু ইসলাম শিক্ষার পরিসর অত্যন্ত ব্যাপক সেই কারণে একটি পুস্তক বা একটি শ্রেণীতে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করা খুবই দ্রব্য বিষয়ে এবং কষ্টসাধ্য বিষয়। এ কারণে পরিপূর্ণভাবে ইসলাম জানতে হলে বা পূর্ণাঙ্গভাবে ইসলামের পরিচয় লাভ করতে হলে এর সকল আকাইদনৈতিক জীবন শরীয়তের উৎস ইবাদত আখলাক আদর্শ জীবনচরিত ইত্যাদি সকল ধরনের বিষয়গুলি তোমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে। ইসলাম হলো মুসলমানদের জন্য নির্দেশিত সর্বশেষ এবং সর্বোত্তম জীবন বিধান। আল্লাহতালা এ সম্পর্কে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা। তাই ইসলাম হল আল্লাহতালার নিকট গ্রহণযোগ্য ধর্ম।
আর যিনি ইসলাম অনুসরণ করেন তাদেরকে জাতিগতভাবে মুসলমান বলা হয়ে থাকে। ইসলাম অনুসারে জীবন পরিচালনা করার নাম বলা হয় মুসলিম বা মুসলমান। ইসলাম হলো সেই ধর্ম যেখানে আল্লাহতালার প্রবর্তিত জীবন বিধান। মানবজাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে মুসলমানরা অবশ্যই মেনে থাকেন। মানব জীবনের সকল বিষয় এবং সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক-নির্দেশনা পাওয়া যায় বলে তাদের অভিমত। এ সম্পর্কে আল্লাহ তা’আলা বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের ওপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। তাই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা এই ইসলামে বিদ্যমান রয়েছে।
ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক সকল বিষয়ে ইসলামে রয়েছে। তাই সুষ্ঠু এবং সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলাম একটি সুন্দর ধর্ম। ইসলাম শব্দটি ফিল্মুন মূল ধাতু হতে নির্গত সিলমন অর্থ শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে। ইসলামে বিধি-বিধান মেনে চললে মানুষ দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারবে বলে তাদের ধারণা। এবং এই ধারণার কারণেই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়ে থাকে। আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন কারণ আমাদের ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীদের জন্য সকল বিষয়ের সকল ধরনের প্রশ্নের উত্তর অত্যন্ত সঠিক সুন্দর ভাষায় প্রকাশ করা থাকে। এজন্য তারা যদি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে তাহলে অবশ্যই উপকৃত হতে পারবে।