আমরা জানি ত্রিভুজের যে কোন দুইটি বাহু শীর্ষবিন্দুতে কোন উৎপন্ন করে। ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ রয়েছে। প্রকারভেদ হিসেবে বলতে হয় ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার এবং কোন ভেদে ত্রিভুজ তিন প্রকারের হয়ে থাকে। আমরা প্রথমে বাহুতে ত্রিভুজ তিন প্রকার যথা সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজ। আবার কোন ভেদেও ত্রিভুজ তিন প্রকারের হয়ে থাকে যথা সূক্ষ্মকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ ও সমকোণী ত্রিভুজ। জ্যামিতি যখন বুঝতে শেখা হয় তখনই আমরা কোন বিন্দু তল ইত্যাদি শেখার পরে আমরা ত্রিভুজ চতুর্ভুজ ইত্যাদি সম্পর্কে জানতে চাই এবং কাকে বলে সেটি জানতে হয় বা শিখতে হয়। তাই দেখা যায় জ্যামিতিতে ত্রিভুজ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ত্রিভুজ কে না জানলে পরের দিকে আসলে যাওয়া যায় না। ত্রিভুজ সংক্রান্ত সকল তথ্য জানার পর আমাদের চতুর্ভুজ ট্রাপিজিয়াম বৃত্ত ইত্যাদি সম্পর্কে জানতে হয়। আজ আমাদের দেখাতে হবে ত্রিভুজ কাকে বলে।
আমরা এখানে দেখালাম ত্রিভুজ কোন ভেদে এবং বাহু ভেদে কত প্রকার ও কি কি। এখন আমরা দেখি ত্রিভুজ গুলি কাকে বলে। অর্থাৎ সমবাহু সমদ্বিবাহু বা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। প্রথমে আসা যাক সমবাহু ত্রিভুজ কাকে বলে?
সমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের প্রত্যেকটি বাবুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।
সমদ্বিবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান কিন্তু একটি বাহু সমান নয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
বিষমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাবুই পরস্পর অসমান অর্থাৎ কোন বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়ে থাকে।
এবার আসা যাক কোন ভেদে ত্রিভুজের প্রকার গুলি কাকে বলে? প্রথমে দেখা যাক সমকোণী ত্রিভুজ কাকে বলে
সমকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে।
সূক্ষ্মকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি কোণ ই সুখ খোকন তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে।
স্থূলকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ এবং অন্যান্য কোনগুলি সূক্ষ্মকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন কারণ আমাদের ওয়েবসাইটটিতে আপনাদের প্রয়োজনীয় যাবতীয় বিষয় সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ করে থাকি। এ সকল তথ্যগুলি আপনার জীবন চলার পথে যেকোনো সময় কাজে লাগতে পারে। তাই আপনার প্রয়োজনের জন্য আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করে দেখে নিন আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরগুলি। আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তরগুলি বা তথ্যগুলি ডাউনলোড করে নেওয়া যায় এবং ডাউনলোড করে নিতে আপনাদের আলাদা বা এক্সট্রা কোন চার্জের প্রয়োজন হবে না।
তাই আপনারা চাইলে আপনাদের যেকোন প্রশ্নের উত্তর গুলি অত্যন্ত সহজ ভাবেই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন অতি সহজেই। তাই আপনাদের প্রয়োজনের জন্যই আমাদের ওয়েবসাইটটি আপনারা বারবার ভিজিট করবেন এবং দেখে নেবেন আপনার জীবনে যে ধরনের প্রয়োজন বা তথ্যগুলি প্রয়োজন সেগুলি। কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোনগুলি উৎপন্ন হয় তা ত্রিভুজটির বহিঃস্থ কোণ বলা হয়ে থাকে। এই কোণের সন্নিহিত কোনটি ছাড়া শিশুদের ওপর দুইটি কোণকে এই বহিঃস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ বলা হয়ে থাকে। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণদের সমষ্টির সমান হয়।ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তঃস্থ বিপরীত কোন দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হবে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কম দেয় পরস্পর পূরক কোণ হয়ে থাকে।
তাহলে এখন আমরা দেখতে পারি ত্রিভুজ কাকে বলে?
ত্রিভুজ: তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। যেকোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়ে থাকে। অর্থাৎ আরো ভালো করে বললে বলা যায় যে তিন বাবু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়ে থাকে।