মুনাফিক একটি আরবি শব্দ। ইসলামী পরিভাষায় মুনাফিক শব্দের অর্থ ভন্ড প্রতারক। আধার্মিক ব্যক্তিকে মুনাফিক বলা হয়ে থাকে। যে ব্যক্তি প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু গোপনে অন্তরে কুফরি বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে থাকে সে ধরনের ব্যক্তিকে ইসলামী পরিভাষায় মুনাফিক ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়। আবার এ ধরনের প্রতারককে বলা হয় নিফাক। বিভিন্ন প্রকারের মোনাফেক আছে এই সমাজে। শালিফা আল মুনাজ্জিদ এর মতে কুফারের মত নিফাক দুই প্রকারের হয়ে থাকে একটি বড় যা ইসলাম থেকে বের করে দেয় আরেকটি ছোট যা ইসলাম থেকে বের করে দেয় না। আকিদাগত মুনাফেকিবা বিশ্বাসগত নিফাক হল বাইরে ইসলামী আকীদা কিন্তু ভেতরে অনইসলামিক আকীদা পোষণ করে থাকে এই ধরনের ব্যক্তিরা। এরা বা এ ধরনের ব্যক্তিরা ইসলামের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে। এটি বড় কুফর যা মুসলিম মিল্লাত থেকে বের করে দেওয়া হয়।
এটি আবার ছয় প্রকারের হয়ে থাকে। রাসুলকে অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদকে মিথ্যা সাব্যস্ত করা অথবা রাসুলকে বা রাসুলের ধর্ম নিয়ে এসেছেন তার কোন কিছুকে মিথ্যা সাব্যস্ত করা কিংবা রাসূলকে ঘৃণা করা অথবা রাসুল যে ধর্ম নিয়ে এসেছেন তাকে ঘৃণা করা রাসূলের ধর্মের ক্ষতিতে খুশি হওয়া অথবা রাসুলের ধর্মের বিজয় অপছন্দ করা ব্যক্তি বা ব্যক্তিগণ বা গোষ্ঠীর লোকেরা এই ধরনের মোনাফেকি হতে পারে। তাই আমরা অর্থাৎ মুসলমানেরা এ ধরনের ব্যক্তি গোষ্ঠী এদের থেকে সতর্ক থাকব এবং যাতে অনৈসলামিক কর্মকান্ড তারা প্রকাশ্য করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান বিশ্বে এ ধরনের মুনাফিকি লোকের অভাব নেই তাদের থেকে তাদের বক্তব্য থেকে ইসলামিক লোকজনকে অর্থাৎ মুসলমানদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। তাদের মুনাফিকি শব্দ কানে নিতে হবে না এবং তাদের আশপাশ দিয়ে যেতে হবে না।
এরপর দেখা যাক আমল গত মোনাফেকিবা কর্মগত নিফাক এটি হলো ছোট কুফর যা মুসলিম মিল্লাত থেকে বের করে না। তবে বড় ধরনের অপরাধ বলে গণ্য হয় এই আমল গত মোনাফেকিবা কর্মগত নিফাক। আমল গত মোনাফেকি বা কর্মকর্তা নিশাকের মধ্যে পড়ে সে আমল যা নবী মুহাম্মদ হাদিসে উল্লেখ করেছেন। এই ধরনের হাদিসের বিরুদ্ধে কথা বলা বা মতানৈক্য সৃষ্টি করা এই ধরনের মুনাফিকের মধ্যে পড়ে। তবে এই ধরনের অপরাধ করাও ইসলামে অনেক বড় অপরাধ এবং এটি মহাপাপ বলে গণ্য করা হয়। মোহাম্মদ মসজিদ মুনাফিকি কে আরো একটি দৃষ্টিকোণ থেকে আলাদাভাবে বিভক্ত করেছেন তা হল মৌলিক ও অমৌলিক মুনাফেকি এ বিষয়ে তিনি বলেন যে লোক শুদ্ধ খাঁটি ইসলামী বিশ্বাসী নয়। মূলত সেই মূল থেকে মুনাফিক।
আবার কখনো কখনো জাগতিক কোন স্বার্থের কারণে কোন কোন ব্যক্তি এ ধরনের মোনাফেকি ঘটনা ঘটাতে পারে। অথচ তারা আবার মন থেকে ইসলামকে বিশ্বাস করে না। ফলে তারা ইসলাম ঘোষণার প্রথম দিন থেকেই মুনাফেকি। তাই এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং তাদের থেকে ইসলামিক ব্যক্তিদেরকে অর্থাৎ যারা ইসলামে বিশ্বাস করে সে ধরনের ব্যক্তিদেরকে অবশ্যই এ ধরনের মোনাফেক ব্যক্তিদের থেকে আলাদা থাকতে হবে এবং তাদের কোন কথায় তারা যেন না শুনে বা কোন বক্তব্য যেন না শুনে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের সমাজে এ ধরনের স্বার্থের টানে পড়ে বিভিন্ন ধরনের অনয় ইসলামিক কথা বলে এরকম ব্যক্তির অভাব নেই। তাই আপনাদের সামনে যদি এ ধরনের কোন ব্যক্তি থেকে থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে থেকে আলাদা থাকুন অর্থাৎ তাদের কোন কথাই আপনারা আমলে নেবেন না।
আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন কারণ আমাদের ওয়েবসাইটে এ ধরনের সকল প্রশ্নের উত্তর বা তথ্য আমরা প্রকাশ করে থাকি অত্যন্ত নির্ভুলভাবে। তাহলে এখন আমরা দেখতে পারি যে মোনাফেক কাকে বলে?
মুনাফিক: মুনাফিক (আরবিতে: منافق, বহুবচন মুনাফিকুন) একটি ইসলামি পরিভাষা যার অর্থ একজন প্রতারক বা “ভন্ড ধার্মিক” ব্যক্তি। যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে; কিন্তু গোপনে অন্তরে কুফরী বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে। আর এ ধরনের প্রতারণাকে বলা হয় নিফাক (আরবি: نفاق)।