ফুসফুস মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এটা শুধু মানব দেহের জন্যই নয় প্রাণীর একটি অঙ্গ যা শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। এই শ্বাস যন্ত্রটির প্রধান কাজ হলো বাতাস থেকে অক্সিজেন কে রক্তপ্রবাহে নেওয়া এবং রক্তপ্রবাহ হতে কার্বন ডাই অক্সাইড বাতাসে নিষ্কাশন করা। ফুসফুস প্রাণীর দেহে এমন একটি অংশ যেটা বিকল হয়ে গেলে সেই প্রাণীকে পৃথিবীতে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া প্রাণীর দেহে হৃৎপিণ্ডের প্রতিরক্ষার জন্য নরম ঘাত সহ স্তর হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ফুসফুস। তাই আপনারা অনেকেই ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ কে কি বলে এই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে চান। আর এ প্রশ্নটি র সঠিক তথ্য জানার জন্য আপনারা প্রতিনিয়ত গুগল সহ ইন্টারনেটের অনেক জায়গায় খোঁজ করে থাকেন। আর এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে থাকি। তাই আপনার প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
একটি প্রাণীর শ্বাস প্রশ্বাস একটি প্রাণী দেহের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় আর এটা ফুসফুসের মাধ্যমে একটি প্রাণী গ্রহণ করে আবার ত্যাগ করে। বায়ু টানা এবং ছাড়া ঘটে থাকে পেশীর দ্বারা আদি যুগের চতুশ্পদ্বীদের ক্ষেত্রে, ফুসফুসে বায়ু টেনে নিতে সক্ষম হতো। সাধারণত মানব ফুসফুস দু’পাশে অবস্থিত যা পুল্ররা পর্দা দ্বারা আবৃত হয়ে থাকে। এক রকম দেখতে হলেও, ফুসফুস দুটি হুবহু অনুরুপ নয়। উভয়ই কতগুলো লোব এ বিভক্ত করা থাকে।
এ কারণেই ফুসফুসের ক্ষমতা লক্ষণীয় ভাবে না কমেও কোন ব্যক্তি দীর্ঘ দিন ধূমপান করে যেতে পারেন। সেই ব্যক্তির কোন ধরনের প্রভাব সেই সময় বুঝতে পারে না পরবর্তীতে তা অনুভব করে।
ফুসফুসের অন্তর্ভাগ অতন্ত আর্দ্র, যা ব্যাক্টেরিয়ার বৃদ্ধিতে উপযোগী। শ্বসন তন্ত্রের অনেক অসুস্থতার জন্য ফুসফুসের এই ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত প্রদাহ দায়ী। তাই আপনারা অনেকেই জানতে চান ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ কে কি বলে। নিউমোনিয়া হলো একটি ফুসফুসের প্রধান সংক্রামক। এই সংক্রামক টি ফুসফুসের উভয় দিকে বায়ু থলিতে স্ফীত হয়ে যায়। তখন বাতাসের থলিতে তরল পুজ দিয়ে পূর্ণ হয়ে যায় তখন কফ বা পুজসহ কাশি জ্বর হয়ে শ্বাসকষ্টের প্রবণতা দেখা দিতে পারে। ব্যাকটেরিয়া ভাইরাস এসব সঠিক সহ বিভিন্ন প্রজাতির কারণে ফুসফুসে নিউমোনিয়ার সৃষ্টি হতে পারে। তাই নিউমোনিয়া হলো ফুস ফুসের প্রদাহ জনিত একটি রোগের নাম। আর এটা হল ফুসফুসের বিশেষ একটি ব্যাকটেরিয়া। সাধারণত ভাইরাসের কারণে এ ধরনের ব্যাকটেরিয়া ফুসফুসে হতে পারে।