স্বপ্নের মধ্যে রাজা-বাদশা অথবা প্রধানমন্ত্রী কে দেখলে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে এটি কোন শুভ লক্ষণ কিনা। স্বপ্নে প্রধানমন্ত্রী কে দেখা অবশ্যই শুভ লক্ষণ। স্বপ্নে প্রধানমন্ত্রী কে দেখলে আপনার সাথে কি কি ঘটতে পারে সে বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি। স্বপ্নের মধ্যে আমরা বিভিন্ন সেলিব্রেটি পার্সন কে দেখতে পারি। প্রতিটি সেলিব্রেটি পার্সন কে দেখার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। প্রতিটি বিষয় নিয়ে আলাদা ভাবে আলোচনা করব আমরা। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।
আপনি যদি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন তবে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে। আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবক দেখা যায় যারা নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে ব্যর্থ হয়। আনন্দের খবর এই যে একজন শিক্ষিত যুবক যদি স্বপ্নের মধ্যে প্রধানমন্ত্রীকে দেখতে পায় তবে তার চাকরি পাবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রধানমন্ত্রী ছাড়াও যদি কেউ সরকারের উচ্চপদস্থ যে কোন ব্যক্তিকে দেখে থাকে তবে তার ভালো একটি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে।
আমরা সকলেই নিজেদের সফলতার জন্য সব সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। অনেক সময় আমাদের এই সফলতা পরিচিত অথবা অপরিচিত মানুষের হাত ধরে আসে। কোন কোন সময় স্বপ্নের মাধ্যমে আমরা আগে থেকেই পূর্বাভাস পাই যে আমাদের জীবনে ভালো কিছু সময় আসতে চলেছে।
বাস্তব জীবনে প্রতিটি মানুষ সেলিব্রেটি পার্সেন্টের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করে। অনেকেই মনে করে দেশের প্রধানমন্ত্রীর সাথে একদিন দেখা করতে পারলে তার জীবন সার্থক হয়ে যেত। একজন সাধারন মানুষের পক্ষে দেশের প্রধানমন্ত্রী সাথে দেখা করা অথবা যোগাযোগ করা খুব সহজ কাজ নয়। একটি দেশের প্রধানমন্ত্রী অনেক নিরাপত্তার মধ্যে থাকে। কোন দুষ্ট লোক যেন তার কোন ক্ষতি করতে না পারে সেজন্য এই নিরাপত্তা নিশ্চিত করতেই হয়। নিজের নিরাপত্তার স্বার্থে তারা সাধারণ মানুষের সাথে খুব একটা দেখা করতে পারে না।
বাস্তবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে না পারলেও কেউ যদি স্বপ্নের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেখতে পায় তাহলে তার জীবনে সফলতা আসতে চলেছে বলে ধরে নেওয়া যায় কারণ দেশ বরেণ্য স্বপ্ন বিশ্লেষকরা এই স্বপ্নের এমন ব্যাখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ছাড়াও অন্য কোন সেলিব্রেটি পারসনকে যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তবে তার জীবনে উন্নতি হবার প্রবল সম্ভাবনা থাকবে।
আমাদের সকলের জীবনেই এমন কিছু ইচ্ছা থাকে যা পূরণ করা খুব কঠিন হয়ে পড়ে। তবে এমন স্বপ্ন কখনো পূরণ হয়ে যেতেই পারে। আমরা যদি নিজেদের স্বপ্নের পেছনে দৌড়াতে থাকি তবে একটা সময় স্বপ্নের কাছাকাছি পৌঁছানো অসম্ভব কিছু নয়। স্বপ্নে আমরা যা দেখি তা বাস্তবে একই রকম ঘটবে বলা যায় না কিন্তু প্রতিটি স্বপ্নের নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে যা স্বপ্ন বিশ্লেষকগণ নানারকম বইপত্র ঘেঁটে ব্যাখ্যা করেন। স্বপ্নের নির্দিষ্ট ব্যাখ্যা জেনে নিলে আমরা বুঝতে পারবো আমাদের জীবনে কোন ঘটনাগুলো ঘটবে। হয়তো এগুলো আমাদের স্বপ্নের মাধ্যমে দেখিয়ে আগে থেকেই একটি বার্তা দিয়ে রাখা হয়।
স্বপ্নের মধ্যে যদি আপনারা কেউ প্রধানমন্ত্রীকে দেখতে পান তবে ধরে নিতে পারেন আপনার কপাল খুলে যাচ্ছে। আশা করি এমন আরো অনেক স্বপ্নের সঠিক ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারব।