স্বপ্নে হাতি দেখলে কি হয়

আজকের পোস্টে আমরা ব্যাখ্যা করব স্বপ্নে হাতি দেখলে কি হতে পারে এই নিয়ে। স্বপ্নে হাতি দেখা বিজয়ের লক্ষণ। অর্থাৎ কেউ যদি স্বপ্নের মধ্যে হাতি দেখে থাকে তবে সে যুদ্ধ অথবা মামলা-মোকদ্দমায় বিজয়ী হতে পারে। এখানে বিজয় বলতে মূলত সফলতা বোঝানো হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আপনি যদি স্বপ্নের মধ্যে হাতে দেখে থাকেন তবে আপনার জীবনে কোন কাজে সফলতা আসতে চলেছে।

আমরা যারা পরিশ্রমই তারা সবসময়ই একটি লক্ষ্য নিয়ে কাজ করে যাই। সব সময় আমাদের কাজের সফলতার জন্য প্রার্থনা করি। এমন কোন কাজ করা অবস্থায় যদি স্বপ্নের মধ্যে আমরা হাতে দেখতে পাই তবে ধরে নিতে হবে আমাদের কাজটি সফল হবে।

স্বপ্নের মধ্যে হাতি দেখার আরো কয়েকটি ব্যাখ্যা রয়েছে। কোন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে হাতি দেখে থাকে তবে সে রাষ্ট্রীয় কোন পদমর্যাদা লাভ করতে পারে। একটি দেশের সকল নাগরিক চায় সেই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে নিতে। কিন্তু চাইলেই এত বড় দায়িত্ব সবাই নিতে পারে না। কেউ যদি স্বপ্নের মধ্যে হাতে দেখে থাকে তবে সে খুশি হতে পারে এই ভেবে যে সে রাষ্ট্রের কোন বড় পদ পেতে চলেছে। কোন রাজা-বাদশা অথবা শাসক যদি স্বপ্নের মধ্যে হাতে দেখে থাকে তবে তার শাসনের মেয়াদ কাল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে।

এতক্ষণ পর্যন্ত আপনারা স্বপ্নে হাতি দেখার যতগুলো ব্যাখ্যা জানলাম তার সবগুলোই মোটামুটি শুভ লক্ষণ প্রকাশ করে। স্বপ্নের মধ্যে হাতি দেখার অশুভলক্ষণও রয়েছে। যদি কেউ স্বপ্নের মধ্যে মরা হাতি দেখে থাকে তবে এর ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা অসুস্থ হয়ে পড়তে পারে। আমরা জানি হাতি হচ্ছে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী এবং অনেক শক্তিশালী। এই শক্তিশালী হাতী যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার শরীর চালানো অনেক কঠিন হয়ে পড়ে। স্বপ্নের মধ্যে মরা হাতি দেখা এই ইঙ্গিত বহন করে যে একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে এবং সেই অসুস্থতা সেরে উঠতে অনেক সময় লাগতে পারে।

স্বপ্নের মধ্যে হাতে দেখলে আপনারা অবশ্যই সন্তুষ্ট হতে পারেন তবে মরা হাতে দেখলে বিচলিত হয়ে পড়বেন না। মানুষের জীবনে ভালো ও খারাপ সব রকম সময় আসতেই পারে। আশা করি নিজের মনোবল অটুট রেখে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচার মত বাঁচবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *