স্বপ্নে কুকুর দেখলে কি হয়

আপনারা অনেকেই মনে করেন স্বপ্নে কুকুর দেখা কোন ভালো লক্ষণ নয়। কিন্তু আপনারা জানেন না স্বপ্নে কুকুর দেখা খুবই ভালো লক্ষণ এবং মঙ্গলজনক। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কুকুর দেখলে আপনার সাথে কেমন ঘটনা ঘটতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কুকুর দেখলে আপনার জন্য অশুভ হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কুকুর দেখাটা ভালো লক্ষণ। বিশ্ব বিখ্যাত স্বপ্ন বিশ্লেষকদের মতামত নিয়ে আমরা এই আর্টিকেলটি সাজিয়েছি। আমরা স্বপ্নের যে অর্থগুলো এখানে বর্ণনা করবো তা জনপ্রিয় স্বপ্ন বিশ্লেষণের বই থেকে সংগ্রহ করা হয়েছে। তাই প্রতিটি স্বপ্নের অর্থ যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য।

স্বপ্ন যদি আপনি কখনো সুন্দর কুকুর দেখে থাকেন তবে ভেবে নিবেন আপনি সরকারের প্রতি অনুগত থাকবেন। আমাদের আশেপাশের অনেক মানুষ সরকারের প্রতি অনুগত থাকে না। তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে এবং নিন্দা করে। সরকার কোনো ভালো কাজ করলেও তারা সমালোচনা করে এবং ভুল ত্রুটি খুঁজতে থাকে। এমনটা না করে আমাদের উচিত হবে রাষ্ট্রের শাসকদের কাজের প্রশংসা করা এবং উৎসাহ দিয়ে যাওয়া। কেউ যদি স্বপ্ন সুন্দর কুকুর দেখে থাকেন তবে এটি অবশ্যই ভালো লক্ষণ এবং সরকারের প্রতি অনুগত হওয়ার ইঙ্গিত প্রকাশ করে।

কেউ যদি স্বপ্নে দেখে সে একটি কুকুর শিকার করছে তবে তার ধনী হবার সম্ভাবনা থাকে। আমরা আগেই বলেছি যে স্বপ্নে কুকুর দেখা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো লক্ষণ এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে স্বপ্নে কুকুর স্বীকার করতে দেখলেই ধনী হবার সম্ভাবনা থাকে। আমাদের সকলেরই ইচ্ছা থাকে সচ্ছল জীবনযাপন করার। সচ্ছল জীবন যাপন করার জন্য আমরা সব সময় পরিশ্রম করে থাকি। আমরা যদি স্বপ্নে কখনো কুকুর শিকার করতে দেখি তবে ধরে নিতে হবে আমাদের জীবনে সচ্ছলতা আসতে চলেছে।

কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে কুকুরের সাথে শিকার করছে অর্থাৎ কুকুর ও স্বপ্নদ্রষ্টা একসাথে শিকার করছে তবে বুঝে নিতে হবে স্বপ্নদ্রষ্টার আবেগ সংযত থাকবে। কোন বেকার ব্যক্তি যদি স্বপ্নে কুকুর দেখে থাকে তবে তার যোগ্যতা অনুযায়ী চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ সে বেকার ব্যক্তির যোগ্যতা যদি খুব বেশি থাকে তবে সে খুব ভালো চাকরি পাবে এবং তার যোগ্যতা যদি কম থাকে তাহলে সে সেরকমই একটি চাকরি পাবে। চাকরি পাওয়ার জন্য তাকে আর বেশি ঝামেলা পোহাতে হবে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে বেকার ব্যক্তিদের জন্য স্বপ্নে কুকুর দেখা অনেক মঙ্গলজনক।

স্বপ্ন যদি কেউ কুকুরের সাথে ব্যবসা করে অর্থাৎ ব্যবসায়ী হিসেবে কোন কুকুরকে দেখতে পায় তাহলে সে ব্যক্তির অপমানিত হবার সম্ভাবনা বেশি থাকবে। আমরা সাধারণত অনেক সময় বিভিন্ন কারণে নানা জায়গায় অপমানিত হয়ে থাকি। আমরা নিজেরা কোন ধরনের দোষ ত্রুটি করলেও অপমানিত হতে হয় আবার অনিচ্ছাকৃতভাবেও অনেক সময় অপমানিত হতে হয়। তাই স্বপ্নে কুকুরের সাথে ব্যবসা করতে দেখাটা নিশ্চয়ই ভালো কোন লক্ষণ নয়। আশা করি এমন স্বপ্ন কেউ দেখতে চাইবে না। এরপরও যদি আপনারা কেউ এমন স্বপ্ন দেখে ফেলেন তবে চিন্তিত না হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন।

স্বপ্নের মধ্যে আমরা অনেক সময় দেখে থাকি কুকুর আমাদের কামড় দিচ্ছে। স্বপ্নের মধ্যে কুকুরের কামড় খাওয়া ভালো লক্ষণ কেননা কেউ যদি দেখে স্বপ্নে কুকুরের কামড় খাচ্ছে তবে সে ব্যক্তি সৌভাগ্যবান । এমন স্বপ্ন কেউ দেখলে তার ভাগ্য খুলে যেতে পারে। কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে কুকুরের কোন ক্ষতি করেছে তবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের আশেপাশের কোন প্রাণীর ক্ষতি করা কখনোই ঠিক নয় সেই হিসেবে কুকুরের ক্ষতি করাও ঠিক নয়। তাই স্বপ্নের মধ্যে কুকুরের ক্ষতি করতে দেখাটাও ভালো কোন লক্ষণ প্রকাশ করে না। আশা করি আপনারা বাস্তবেও এমনটা করতে চাইবেন না।

স্বপ্নে কুকুর দেখলেই এই ঘটনাগুলো আপনার সাথে একশভাগ ঘটবে এমনটা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। তবে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে। আশা করি আমাদের আর্টিকেলটি পড়ে আপনারা অনেক নতুন তথ্য সংগ্রহ করতে পেরেছেন।

1 thought on “স্বপ্নে কুকুর দেখলে কি হয়

  1. আমি প্রতিবেশির একটি পুকুরে গুসল করতে গিয়েছিলাম
    তবে ওই পুকুরে আমার একজন পরিচিত মানুষ কে গোসল করতে দেখলাম
    কয়েকটি লাল কুকুর পুকুর পাড়ে ছিল এবং আমাকে দেখা মাত্রই তাড়া করলো
    আমি দৌড়ে গিয়ে একটি বাশের ঘড়ের ছাদের বাশে দরে ঝুলে
    রইলাম
    এই স্বপ্নের ব্যাখ্যা কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *