প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন স্বপ্নে গরু দেখলে কি হয় অথবা স্বপ্নে গরু দেখার অর্থ কি। আজ আমরা আপনাদের সাথে স্বপ্নে গরু দেখা নিয়ে আলোচনা করব। স্বপ্নে গরু দেখা আপনাদের জন্য শুভ নাকি অসভ্য তা জানতে পারবেন আমাদের এই পোষ্টের মাধ্যমে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেতে শেষ পর্যন্ত আমাদের পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন।
আপনাদের মনে একটি প্রশ্ন সব সময় ঘোরে তা হল কোন স্বপ্নটি সত্য হবে বা একটি স্বপ্ন সত্য হবে তা আমরা বুঝবো কিভাবে। এই বিষয়টি নিয়ে আপনাদের স্পষ্ট ধারণা দেওয়া দরকার। বেশিরভাগ স্বপ্ন বিশ্লেষক এ বিষয় নিয়ে কি মতামত দিয়েছেন তা আপনাদের সাথে শেয়ার করছি।
জ্ঞানীগুণী স্বপ্ন বিশ্লেষকদের মতে একটি স্বপ্ন সত্য হবে তখনই যখন এ স্বপ্নটি দেখার পর সুস্পষ্ট ভাবে আপনার মনে থাকবে। অর্থাৎ একটি স্বপ্ন দেখলে সেই স্বপ্নটি যদি পুরোটা আপনি মনে রাখতে পারেন এবং কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছে তা স্পষ্টভাবে মনে করতে পারেন তবে ধরে নিতে পারেন আপনার স্বপ্নটি সত্য হবে। স্বপ্ন দেখার সময় যদি আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে থাকেন তবে বলা যায় আপনার স্বপ্নটি সত্য হতে চলেছে। আমাদের গুরুজনরা সবসময় বলে থাকেন ভোরবেলার স্বপ্ন সত্যি হয়।সেই হিসেবে ধরলে আপনি যদি একটি স্বপ্ন ভোরবেলা দেখে থাকেন অর্থাৎ ফজরের আজানের আগ মুহূর্তে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার স্বপ্নটি সত্য হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন আপনাদের জানার বিষয় হল স্বপ্ন যদি আপনারা গরু দেখেন তবে এই বিষয়টি আপনাদের জন্য অমঙ্গলজনক হবে কিনা এবং এই ধরনের স্বপ্ন সত্যি হবার সম্ভাবনা কতটুকু রয়েছে।
কেউ যদি স্বপ্নে দেখে সে একটি গরু জবাই করেছে এবং গোস্ত ভাগ বন্টন করে দিয়েছে তবে বলা যায় সে খুব শীঘ্রই মৃত্যুবরণ করবে। স্বপ্ন বিশ্লেষকরা এমন মতামত দিয়েছেন তবে আমরা জানি আমাদের জন্ম ও মৃত্যু সব কিছুই সৃষ্টিকর্তার হাতে। কারো মৃত্যু নিয়ে আমরা কখনই আগে থেকে কোন ধরনের ভবিষ্যৎবাণী করতে পারে না কারণ এই বিষয়টি সৃষ্টিকর্তা ছাড়া আর কারো হাতে নেই। পৃথিবীর প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কেউ জানে না তার কখনো মৃত্যু হবে। তাই আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন তবে কখনোই দুশ্চিন্তাগ্রস্থ হবেন না। মৃত্যু মানুষের জীবনে অনিবার্য । আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং নিজ নিজ সৃষ্টিকর্তার প্রশংসা করতে পারি।
যদি কোন ব্যক্তি স্বপ্নে দেখে সে যে গরুটি জবাই করেছে সেই গরুটি কর্মক্ষম ও কর্মো উপযোগী নয় তাহলে সে ব্যক্তি মারা যাবার পর তার ধন-সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যাবে। সাধারণত যে কোন মানুষ মারা যাবার পর তার সন্তান-সন্ততিদের মধ্যে সকল সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যায় অথবা সেই ব্যক্তির যদি সন্তান না থাকে তবে কাছের কোন মানুষ সেই সম্পদ ভোগ করতে শুরু করে। তাই এই স্বপ্নটি আপনার জন্য খারাপ কোন বার্তা দেয় বলে আমাদের মনে হয় না। তবে এমনটা ঘটবেই তা নিশ্চিতভাবে বলা যায় না কারণ সবকিছু সৃষ্টিকর্তার হাতে।
যদি কোন ব্যক্তি স্বপ্নে দেখেন তার ঘরে একটি গরু ঢুকেছে এবং সেই গরুটিকে সে কাবু করতে সক্ষম হয়েছে তবে এর অর্থ দাঁড়ায় তার অর্জিত ধন-সম্পদ রক্ষা করতে সে সফল হবে। আমাদের অনেকের জীবনে ধন-সম্পদ আসে কিন্তু আমরা তা ধরে রাখতে পারি না। ধন-সম্পদ ধরে রাখার জন্য যতটুকু বুদ্ধিদীপ্ততার প্রয়োজন হয় তা অনেকেই দেখাতে পারি না। তাই আপনি যদি এ ধরনের কোন স্বপ্ন দেখে থাকেন তবে এইটা আপনার জন্য মঙ্গলজনক বলে ধরে নিতে পারেন।
আপনার দেখা স্বপ্ন সব সময় সত্য হবে এমনটা ভাবা ঠিক নয়। আপনি যে স্বপ্নটি দেখছেন তা সব সময় সত্য নাও হতে পারে। তাই কখনোই স্বপ্ন দেখার পর বিচলিত হবেন না কিংবা ঘাবড়ে যাবেন না। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন নিজের মত করে।