In Munshigan town there is a big pond. There are many fishes in the pond. One afternoon Asif and his class went to the pond. They gave bread to the fishes. The shoal of fishes came close to them to get the bread. It was a great pleasure for them. এই Sentence গুলোতে Munshiganj, Asif এই শব্দ দুটো নির্দিষ্ট নাম কে নির্দেশ করে। face pond class প্রত্যেক পুকুর ও শ্রেনীর সাধারণ নাম। bread শব্দটি একটি পার্থক্যের নাম। pleasure শব্দটি একটি গুণের নাম এবং shoal শব্দটি দ্বারা মাছের ঝাঁক বোঝায়। এ শব্দগুলো noun. কারণ এগুলো দ্বারা কোনো না কোনো কিছুর নাম বোঝায়। তাই আসলে বোঝা যায় যে কোন কিছুর নাম বোঝালে তাকে noun বলা যেতে পারে।
অর্থাৎ আমরা প্রতিদিনই আমাদের বিভিন্ন কাজের সময় বিভিন্ন ব্যক্তি বস্তু স্থানের ইত্যাদি নাম নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ সবসময়ই আমরা বিভিন্ন নামের সাথে যুক্ত থাকি প্রায় সব সময়ই। তাহলে দেখা যাচ্ছে যে আমরা অহরহ noun এর ব্যবহার করে থাকি এবং সেটি সবসময়ই করে থাকি। বাংলায় যেমন আমরা বলতে পারি যে পদ্মারা ব্যক্তি বস্তু প্রাণীজাতি সমষ্টি স্থান কাল পদার্থ ভাবকর্ম বা গুণের নাম বোঝায় তাকেই বিশেষ্য পদ বলে। যেমন: চৌধুরী সাহেব আগামীকাল ঢাকা যাবেন। এবং জাহিদ ক্রিকেট খেলছে। উপর্যুক্ত বাক্যে চৌধুরী সাহেব ঢাকা জাহিদ ও ক্রিকেট খেলা হলো বিশেষ্য পদ। কারণ হিসেবে বলা যায় যে প্রত্যেকটি একটি হয়তো মানুষের নাম অথবা জায়গার নাম অথবা খেলার নাম ইত্যাদি রয়েছে এই কারণে এগুলোকে আমরা বিশেষ্য পদ হিসেবে চিনে থাকি। তবে বাংলায় বিশেষ্য পদেরও অনেক ধরনের প্রকার রয়েছে।
এই প্রকার গুলি যদি আমরা প্রকাশ করি তাহলে দেখানো যাবে যে- সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য বস্তু বা দ্রব্য বাচক বিশেষ্য ক্রিয়া বা ভাববাচক বিশেষ্য ও গুণবাচক বিশেষ্য। তেমনিভাবে আমরা যদি noun এর কথা বলি তাহলেও বলা যায় যে- Proper noun, Common noun, Collective noun, Material noun, Verbal noun and Abstract noun . আমরা এতক্ষণে Noun সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং কত প্রকার এগুলি তুলে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করা হলো। বা আপনারা বুঝেও নিয়েছেন এতক্ষণে বিষয়টি কি হতে পারে। তাই আমরা এবার দেখে নিতে পারি যে Noun কাকে বলে এবং কত প্রকার কি কি?
তাহলে চলুন দেখা যাক noun কাকে বলে-
Noun : যে word দ্বারা ব্যক্তি বস্তু প্রাণিস্থান পদার্থ কোন কিছুর সমষ্টি অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে Noun বলে। Nouns are names of people, places, things or quality .
Noun কে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায় যথা: Concrete বা ইন্দ্রিয় গ্রাহ্য সব বিশেষ্য এবং Abstract noun গুণবাচক বিশেষ্য।
Concrete Noun : যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্র এর দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। অর্থাৎ ইংরেজিতে বললে বলতে হয় যে Concrete noun is the name of an object which can be touched heard smelt or tested.
Abstract Noun : যে Noun দ্বারা কোন ব্যক্তির বা বস্তুর গুণ অবস্থা বা কার্যের নাম কে প্রকাশ করে তাকে Abstract Noun বলে। অর্থাৎ ইংরেজিতে বললে Abstract noun is the name of a quality action are state of an object.
আপনারা আমাদের ওয়েবসাইটটি বার বার ভিজিট করুন কারণ আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আমরা প্রকাশ করে থাকি। প্রশ্নের উত্তরগুলি সকল ক্লাসের সকল বিষয়ের হয়ে থাকে। তাই যে কোন শিক্ষার্থীর জন্য আমাদের ওয়েবসাইটটি একটি প্রয়োজনীয় ওয়েবসাইট তাই আপনারা বারবার আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন।