শবে বরাত মুসলমানদের জন্য একটি বিশেষ তম রাত। সারা বিশ্বের মুসলমান এই রাত্রিকে নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করে থাকে। মুসলমান জাতির কাছে এই রাত অন্যান্য রাতের অপেক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। সারা বছরে এই রাতের জন্য মুসলিম ভাই ও বোনেরা অপেক্ষ করে। তাই তারা ইন্টারনেটের বিভিন্ন জায়গায় শবে বরাত কত তারিখে এই বিষয়টি সম্পর্কে জেনে নেয়ার জন্য বারবার সার্চ করছেন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমা দের আজকের এই আর্টিকেলটিতে আপনাদের বিস্তারিত ভাবে জানিয়ে দেবো শবে বরাত কত তারিখে। তাই এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে হলে আপনারা আমাদের আজকের আর্টিকেলটি পড়ুন আর জেনে নিন আপনাদের কাঙ্খিত এই প্রশ্নের সঠিক উত্তরটি সম্পর্কে।
যে সব মাসে আল্লাহ তায়ালা বান্দার জন্য বিশেষ বরকত রেখেছেন তার মধ্যে অন্যতম হলো পবিত্র শাবান মাস। শাবান মাসের ফজিলত সম্পর্কে বিভিন্ন সহিহ হাদিসের কিতাবে অসংখ্য বর্ণনা রয়েছে। যার দ্বারা এ মাসের ফজিলত ও গুরুত্ব প্রমাণিত হয়। আর তার মধ্যে অন্যতম একটি হলো শবে বরাত। ইসলামের দৃষ্টিতে পাঁচটি রজনী বা পাঁচটি বিশেষ রাত রয়েছে এই পাঁচটি বিশেষ রাতের মধ্যে শবে বরাত একটি অন্যতম রাত। শবে বরাত বা লাইলাতুল বরাত এই শব্দটির অর্থ হচ্ছে মুক্তির রজনী বা সহজ ভাষায় বলতে গেলে মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহতালা মুমিন ব্যক্তিদের ও তার খাটি বারান্দা দের নিঃস্বার্থভাবে মুক্তি দান করেন। যেটা একজন মুমিন ব্যক্তির জন্য বড় একটি পাওয়া।
পৃথিবীর সকল মুসলমানের কাছে শবে বরাত একটি নফল ইবাদতের জন্য বিশেষ একটি রাত। তাই শবে বরাত কবে এই বিষয়টি সকল মুসলমান জানতে খুব আগ্রহী। সাধারণত আরবি ক্যালেন্ডার অনুসারে আরবি মাসের অষ্টম তম শাবান মাসে এই রাত্রি টি পালিত হয়ে থাকে। সাধারণত সারা মুস লিম জাহান মধ্য শবে বরাত পালন করে আরবি হিজরি সাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে যেটা মুসলমানদের খুবই গুরুত্বপূর্ণ রাত। সাধারণত শবে বরাত রমজান মাসের অগ্রিম প্রস্তুতির মাস হিসেবে সবার ধারণা। কারণ শবে বরাতের ১৫ দিন পরেই রমজান মাস শুরু হয়ে যায়। তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: এই মাসটিতে বেশি বেশি করে ইবাদত করতেন। আর এই ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিয়াম।
আরবি ক্যালেন্ডার অনুসারে আরবি মাসের শেষ এবং শুরু হয়ে থাকে সম্পূর্ণ চাঁদের উপর। আর তাই প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডার অনুসারে শবে বরাতের তারিক একরকম থাকে না। ইসলামিক যে কোনো আচার অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয় চাঁদ দেখার উপর। তাই নির্দিষ্ট ভাবে শবে বরাত কবে এই বিষয়টি উল্লেখ করা অসম্ভব। তবে ইংরেজি ক্যালেন্ডার এ দেখা যায় শবে বরাতের তারিখ গুলো উল্লেখ থাকে। তবে তারিখ গুলো নির্দিষ্ট ভাবে প্রদান করা থাকে না। দুই এক দিন আগে ও পরে শবে বরাত পালিত হয়। ইংরেজি ক্যালেন্ডার তারিখ দেয়া থাকলেও এটা সম্পূর্ণ আরবি মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে।
মুমিন ব্যক্তিরা বিশ্বাস করেন পবিত্র এ শবে বরাত রাতে, সৃষ্টিকর্তা তাদের অতীতের সকল কৃত কাজের হিসাব নিয়ে আগামী বছরের জন্য ভাগ্য নির্ধারণ করা হয়। তাই মুসলমান রা এই শবে বরাত রাতকে ঘিরে নানান ধরনের ইবাদতে মশ গুল থাকে। শবে বরাত রাতে মুসলমানরা আল্লাহ র সন্তুষ্ট অর্জনের জন্য পুরো রাত জুড়ে পবিত্র কুরআন তেলাওয়াত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ দোয়া পাঠ ইত্যাদি নানান ধরনের ইবাদতে নিজেদের ব্যস্ত রাখে এবং বারবার সৃষ্টি কর্তার কাছে তার অজানা গুনা গুলোর জন্য মাফ চাই। আর শবে বরাত দিনে নফল রোজার মাধ্যমে শবে বরাতের পালন করা হয়। সকলে মানবজাতির কল্যাণের জন্য এই রাতে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করে।
আশা করছি আপনারা আমাদের এখান থেকে আপনার শবে বরাত তারিখ সম্পর্কে জেনে নিতে পারবেন। আমরা আপনা দের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলতে এই বিষয়ে জানিয়ে দিলাম। আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন।