আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা ইমাম মাহদী নামটির সঙ্গে বেশ পরিচিতি। আর ইমাম মাহদীর আত্ম প্রকাশের মাধ্যমে কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত পাবেন পৃথিবীর সৃষ্টি প্রাণীকুলেরা। তার আগমনের মাধ্যমে শেষ নবীর উম্মতরা বুঝে নিতে পারবেন এই পৃথিবী আর বেশি দিন স্থায়িত্ব নয়। তিনি এই পৃথিবীতে আগমন করে উন্মুদের নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করবে। ইমাম মাহদীর আগমণের ব্যাপারে অনেক সহীহ হাদীস অনেক ধরনের তথ্য রয়েছে। কোন কোন হাদীছে প্রকাশ্য ভাবে তাঁর নাম উল্লেখ আছে। আবার কোন কোন হাদীসে তাঁর গুণাগুণ উল্লেখিত হয়েছে। তাঁর আগমণ সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদীসই যথেষ্ট। তাই আপনারা অনেকেই ইমাম মাহদী কে চেনার উপায় এই বিষয়টি জানার জন্য গুগল অনুসন্ধান করছেন আর এই বিষয়টি সম্পর্কে আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের সঠিক তথ্যটি জানিয়ে দেব। আর এই বিষয়টি জানতে আমাদের ওয়েবসাইটে থাকা আর্টিকেলটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে।
পৃথিবীতে কেয়ামতের আগ মুহূর্তে ইমাম মাহাদীর আগমন ঘটবে। আর এই ইমাম মাহদী তার ন্যায়পরায়ণের মাধ্যমে পৃথিবীকে সাত থেকে নয় বছর শাসন করে থাকবেন। আর কিয়ামতের আগ মুহূর্তে এই শাসন আমল হবে পৃথিবীর মানুষের কাছে খুব সুখময় ও আনন্দময়। তার আগমনে যে কিয়ামতের বড় আলামত হিসেবে ধারণা করা হয়। মহান আল্লাহতালা মাহদীকে পৃথিবীতে এমন সময় পাঠাবে যখন পৃথিবীতে অশান্তি বিরাজ করবে। যখন প্রতিনিয়ত পৃথিবীতে বিশৃঙ্খলায় ভরে থাকবে, একদলের ওপর আরেক দল বিদ্রোহ করবে। যখন পৃথিবীতে একটি মানুষের ওপর আরেকটি মানুষের কোন সম্মান থাকবে না। আর মাহাদী এমন সময় পৃথিবীতে আবির্ভূত হয়ে পৃথিবীর শান্তি শৃঙ্খলা পুনরায় ফিরেয়ে নিয়ে আসবে। আর তারই লক্ষ্যে তাকে পৃথিবীতে প্রেরণ করা হবে।
দুনিয়ার চূড়ান্ত পর্যায়ে সৃষ্টি হবে কেয়ামত। এর আগে ছোট বড় অনেক নমুনার মাধ্যমে পৃথিবীর সৃষ্টিকূল কে জানানো হবে কেয়ামত সম্পর্কে। আর কিয়ামতের সবচেয়ে বড় নমুনা হলো ইমাম মাহাদী। আর আপনারা অনেকেই জানতে আগ্রহী ইমাম মাহদী কে চেনার উপায় তাকে চেনার উপায় গুলোর মধ্যে অন্যতম হবে তিনি হবেন বদান্যতা। স্বভাব চরিত্রে তিনি নবী স. এর ন্যায় হবেন। তিনি বায়তুল্লাহ তে বায়আত গ্রহণ করবেন। তিনি সারাবিশ্বকে ন্যায়নিষ্ঠা ও ইনসাফে ভরে দিবেন। তিনি হবেন ঈর্ষণীয় দানশীল ও দয়ার অধিকারী একজন ব্যক্তি। তিনি খুব বেশি দান খয়রাত করবেন। এই ধরনের তথ্য গুলো আমরা একাধিক হাদিস থেকে পেয়েছি। তিনি কখন আসবে বা কোন সময় আসবে এই বিষয়ে সঠিক কোন স্পষ্ট ধারণা পাওয়া যায় নি। তবে তিনি এই পৃথিবীতে আসবেন।