ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার উপায়

আপনার ফোনে অজানা একটি নাম্বার থেকে বারবার ফোন আসছে কিন্তু আপনি তার পরিচয় জানতে পারছেন না। এই পরিস্থিতিতে আমরা সবাই কখনো না কখনো পড়েছি। এছাড়াও এমন কিছু ফোন নাম্বার আমাদের সামনে এসেছে যাদের পরিচয় জানা আমাদের জন্য জরুরী হয়ে পড়ে। চলুন আর জেনে নেওয়া যাক ফোন নাম্বার দিয়ে কিভাবে একজন মানুষের পরিচয় জানতে পারবেন। এই কাজটি যদিও খুব একটা সহজ কাজ নয় তবে অসম্ভব নয়। ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার বেশ কয়েকটি উপায় রয়েছে যা সবকিছু আমরা আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন এখন মোবাইল ফোনের সিম কার্ড ক্রয় করতে গেলে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হয়। বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করলে গ্রাহকের সকল তথ্য অটোমেটিক লিপিবদ্ধ হয়ে যায়।

তাই কোন ব্যক্তি যদি কোন ধরনের অপরাধে লিপ্ত হয় তবে তার ফোন নাম্বার দিয়ে খুব সহজেই ফোন নাম্বার জেনে নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষদের পক্ষে এই কাজটি খুব একটা সহজ কাজ নয়। তবে এই কঠিন কাজ ছাড়াও কিছু সহজ মাধ্যম রয়েছে যাতে আপনি অপরিচিত কোন ব্যক্তির ফোন নাম্বার দিয়ে তার পরিচয় বের করতে পারবেন। তবে অপরিচিত সেই ব্যক্তি যদি আপনাকে নানাভাবে বিরক্ত করতে থাকে তবে চেষ্টা করবেন সবাইকে জানানোর এবং সবার মতামত জেনে নেওয়ার। বিষয়টি যদি খুবই কঠিন পরিস্থিতিতে যায় তবে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করে রাখা ভালো। সাধারণ ডায়েরি করার কারণ হলো কোন জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আপনি যে আইনের আশ্রয় নিয়েছেন তা নিশ্চিত করা।

চলুন এখন জেনে নেওয়া যাক আর কোন কোন উপায়ে আপনি অপরিচিত ব্যক্তির ফোন নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন। প্রথম উপায়টি হলো ফেসবুকের মাধ্যমে। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে অপরিচিত ব্যক্তির ফোন নাম্বার থেকে পরিচয় বের করা সম্ভব। আপনারা লক্ষ্য করলে দেখবেন ফেসবুকে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে প্রোফাইল চলে আসে। তাই যে নাম্বারের পরিচয় জানবেন ফেসবুকে গিয়ে সেই নাম্বারটা লিখে সার্চ করবেন, যদি ওই নম্বর দিয়ে কোন ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে তবে আপনার সামনে প্রোফাইলটি চলে আসবে।

প্রোফাইলটি দেখে আপনি খুব সহজে চিনেন নিতে পারবেন অপরিচিত ব্যক্তিটির পরিচয়। যদিও এই পদ্ধতিটিতে আপনি সব সময় সফল হবেন না। তাই ফেসবুক ছাড়াও আপনাকে আরো কয়েকটি উপায়ে ভেবে দেখতে হবে। ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে পারলে বিষয়টি এখানেই শেষ হয়ে যাবে কিন্তু না পারলে আরো কয়েকটি উপায়ে কাজ করার চেষ্টা করতে হবে। চলুন এবার অন্য উপায় গুলো নিয়ে একটু আলোচনা করি।

অপরিচিত যে নাম্বারটির পরিচয় আপনি জানার চেষ্টা করছেন সেই নম্বরটি ফোনের কন্টাক্টে সেভ করে ফেলুন। আপনার ফোনে যদি imo অথবা whatsapp থাকে তবে সেভ করা নাম্বারটি কার তা ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন। যদি অপরিচিত ব্যক্তিটি নিজের নামে ইমো অথবা হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করে থাকে তবে কাজটি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ইমু অথবা whatsapp ছাড়াও টেলিগ্রামের মাধ্যমেও আপনি জানতে পারবেন অপরিচিত ব্যক্তির পরিচয়।

তবে অপরিচিত ব্যক্তি যদি কোন খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাকে বিরক্ত করতে থাকে তবে সে নিশ্চয়ই এমন কোন কাজ করবে না যাতে আপনি খুব সহজেই তার পরিচয় বের করতে পারবেন। যদি অপরিচিত নাম্বার থেকে আপনাকে কেউ ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তবে এ বিষয়টি সিরিয়াসলি নিতে হবে। যদি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে কেউ আপনার সাথে মজা করে তবে বিষয়টি অন্যরকম। সিরিয়াস পর্যায়ে পৌঁছালে এ বিষয়টি নিয়ে সবার সাথে আলোচনা করতে হবে এবং আইনের আশ্রয় নিয়ে নম্বরটির পরিচয় বের করতে হবে। আশা করি এ বিষয়ে আপনাদের আর কোন প্রশ্ন থাকার কথা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *