প্রিয় পাঠক/পাঠিকা বন্ধু, আপনি কি ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্যই। কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে ঊ কার দিয়ে উ দিয়ে শব্দ গঠন সম্পর্কে। আর তাই উ কার দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে চাইলে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। উ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে আজকের এই পোস্টটি সহায়ক হবে বলে আশা করছি।
বাংলা বর্নমালায় ১১টি স্বরবর্ণ এবং ঊনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ রয়েছে। ঊ একটি স্বরবর্ণ। বাংলা বর্ণমালায় ঊ অবস্থান ৬ষ্ঠতম বর্ণ হিসেবে। বাংলা ভাষা সম্পর্কে জানতে হলে অবশ্যই ঊ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। ঊ সম্পর্কে না জানলে বাংলা ভাষায় বিভিন্ন শব্দ যেগুলো ঊ ব্যবহারের মাধ্যমে লিখতে হয়, সেগুলো সম্পর্কে জানা যাবে না। তাই এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হলে এই পোস্টটি ভালোকরে পড়তে পারেন। কেননা এই পোস্টের মাধ্যমে ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে পারবেন।
ঊ বর্ণ দিয়ে শব্দ গঠন
ঊষা, ঊর্ধ্বে, ঊর্ধ্বতন, ঊনবিংশ, ঊষর, ঊর্মিলা, ঊহ্য, ঊনিশ,ঊরু, ঊনমানব ইত্যাদি।
ঊ দিয়ে সাধারণত এই শব্দগুলো গঠন করা হয়ে থাকে৷ এসকল শব্দ ছাড়াও বাংলা ভাষায় আরো অনেক শব্দ রয়েছে, যেগুলো ঊ বর্ণটি ব্যবহারের মাধ্যমে লিখিত হয়। তাই ঐ সকল শব্দ সম্পর্কে জানতে হলে অবশ্যই ঊ কার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তা না হলে বাংলা ভাষায় ঊ দিয়ে গঠিত শব্দসমূহ সম্পর্কে কিছুই জানা যাবে না। তাই ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানানোর জন্যই আজকে পোস্টটি করা হয়েছে। এখান থেকে যেকোউ খুব সহজেই ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে পারবেন। তাই আর দেরি না করে ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে আমাদের পোস্টটি ফলো করতে পারেন।
অনেক মানুষই ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সার্চ করে থাকেন। কিন্তু অনেক সময় সাজানো গুছানো কোন তথ্য খুঁজে পান না। তাই তথ্য না পাওয়ার কারণে ঊ দিয়ে বিভিন্ন শব্দ গঠন সম্পর্কে জানতেও পারে না। তাই আপনাদের কথা মাথায় রেখেই আজকের পোস্টটি সাজানো হয়েছে। এখান থেকে যেকেউ চাইলেই ঊ কার দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে পারবেন।
উ দিয়ে শব্দ গঠন
উগ্রস্বর, উগ্রকর্মা, উগ্রক্ষত্রিয়, উগ্রচণ্ডা, উগ্রজাতীয়তাবাদ, উগ্রপন্হী, উগ্রপন্হা, উগ্রপ্রকৃতি, উগ্রবীর্য, উগ্রস্বভাব
পারিপার্শ্বিক কাজে চাপে বর্তমান সময়ে সবাই ব্যস্ত। এই ব্যস্ততার কারণে অনেকে পড়াশুনা বা জানার জন্য পর্যাপ্ত পরিমানে সময় পান না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ঊ দিয়ে শব্দ গঠন থেকে জানতে পারে না।তারাও চাইলে খুব সহজেই আমাদের এই পোস্টেে মাধ্যমে খুব কম সময়ে আর কম পরিশ্রমে ঊ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।
আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চারাও ঊ দিয়ে শব্দ গঠন করতে পারে না। এই পোস্টের মাধ্যমে বাচ্চাদেরও ঊ দিয়ে শব্দগঠন শিখাতে কার্যকর ভুমিকা রাখতে পারে। তাই আর দেরি না করে বাচ্চাদের সুন্দরভাব ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে ধারণা নিতে আর সেই সাথে সাথে নিজেকেও ঊ কার দিয়ে বিভিন্নভাব শব্দগঠনে ঝামেলা এড়াতে এই পোস্টটির সহায়তা নিন। আর ঊ দিয়ে বিভিন্ন রকমের শব্দ তৈরি করা শিখে নিন।
সাধারণত বাচ্চারা প্রাথমিক বিদ্যালয়ের পড়াশুনা চলাকানীন এই ঊ দিয়ে শব্দ তৈরি করা শিখে থাকে। তবে অনেকেই দেখা যায় যে বয়স বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন বিষয় ভুল করে ফেলে। তেমনিভাবে কেউ ভুল করেও যদি ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে ভুলে যান, তাহলে এই পোস্টটির মাধ্যমে আবারও নতুন করে ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে পারবেন বলে আশা করছি। তাই ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে যে কেউ ধারণা নিতে চাইলে আমাদের পোস্টটি দেখতে পারেন। এখানকার উদাহরণগুলো ঊ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে আপনাদের সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।