বিশ্বের সবচেয়ে বড় ও অন্যতম আন্তর্জাতিক প্রতিষ্ঠান হল জাতিসংঘ। যুদ্ধ থেকে বিশ্বকে রক্ষা আর সার্বভৌম দেশগুলোর মধ্যে সমতা মূলক নিরাপত্তার আদর্শিক ভাবনা থেকে জাতিসংঘের জন্ম হয়। যদিও সংস্থাটির জন্মের পরেও অনেকগুলো যুদ্ধ দেখেছে বিশ্ব। তবুও জাতিসংঘ প্রতিষ্ঠার পর এটি সারা বিশ্বে শান্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক আন্ত: শান্তি প্রতিষ্ঠার জন্য এই প্রতিষ্ঠানের জন্ম করে থাকে যুক্তরাষ্ট্র।
আপনারা অনেকেই জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এ প্রশ্নের উত্তরটি জানার জন্য গুগলে বারবার সার্চ করছেন। এবং এই প্রশ্নের উত্তরটি জানার জন্য ইন্টারনেটের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নের সঠিক উত্তরটি পেতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইটটি নির্বাচন করতে হবে। তারপরে আমাদের আজকের এই আর্টিকেলটি প্রথম থেকে শুরু করে শেষ অবধি মনোযোগ সহকারে পড়তে হবে। চলুন তাহলে দেখে নেয়া যাক জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়।
জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো যুদ্ধ বন্ধ এবং যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া শান্তিপূর্ণ উপায়ে যে কোন সমস্যার সমাধানের মাধ্যমে যুদ্ধের সম্ভাবনা রহিত করা। বিশ্বে সুষম উন্নয়ন এবং মানবাধিকার নিশ্চিত করা। তাছাড়া এই প্রতিষ্ঠানটির লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার মাধ্যমে রাষ্ট্র সমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারষ্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা।
কোন দেশের যুদ্ধ জাতিসংঘ সংস্থাটি ঠেকাতে পারেনি এটি ঠিক, কিন্তু আলোচনার মাধ্যমে এটা খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বৈশ্বিক মানবাধিকার ও মানবিক কার্যক্রমে বেশ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাতিসংঘের জন্ম হলেও এটির প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিলো প্রথম বিশ্ব যুদ্ধেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্দি করে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২ তম প্রেসিডেন্ট ফ্রঙ্কলিন ডি রুজবেল্ট জাতিসংঘ গঠনের প্রস্তাব দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৫ বছর বিভিন্ন আলাপ আলোচনার পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা পায়। জাতিসংঘ গঠনের প্রথম প্রদক্ষেপ হল লন্ডন ঘোষণা।
১৯৪৫ সালের এপ্রিল জুন সময়ের মধ্যে ৫০ টি জাতির প্রতিনিধিরা জাতিসংঘ সনদ চূড়ান্ত করতে সান ফ্রান্সি সকোতে বৈঠকে বসেন। জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ৬টি। এগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ ও আন্তর্জাতিক আদালত। জাতিসংঘের তিনটি অতিরিক্ত, সহায়ক ও আঞ্চলিক সদর দপ্তর রয়েছে। এগুলো জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে অবস্থিত। সর্বমোট ৫০ টি দেশের ১১১ টি অনুচ্ছেদ বিশিষ্ট জাতিসংঘ সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে ১৯৪৫ সালের ২৬ জুন সম্মেলনটি সমাপ্ত হয়। পোল্যান্ড পনের অক্টোবর ৫১ তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। তাই পোল্যান্ড সহ মোট ৫১ টি দেশকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বলা হয়।
জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী সংস্থা হল নিরাপত্তা পরিষদ বা স্বস্তি পরিষদ। এই পরিষদের সুপারিশ ক্রমে বাকি সকল সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি। এর মধ্যে স্থায়ী সদস্য দেশ ৫ টি। দেশ গুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স। এই ৫ রাষ্ট্রকে বলা হয় সুপার পাঁচ। এদের ভোট ক্ষমতা রয়েছে। সদস্য দেশের যে কোন একটি দেশের ভোটের ফলে যে কোন সিদ্ধান্ত পাল্টে যায়। নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের নির্বাহী পরিষদ বলা হয়। এই পরিষদে বিভিন্ন দেশের সমস্যা নিরোসন আলোচনা, মধ্যস্থতা, ও বিচারের মাধ্যমে সম্পন্ন করে। জাতিসংঘের মহাসচিব ও তাঁর অন্যন্য কর্মকর্তা নিয়ে এই টি গঠিত।
আপনারা যারা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এ প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে আপনাদের প্রশ্নের সঠিক উত্তরটি খুব সহজেই জেনে নিন।