সুবহে সাদিক রাতের শেষভাগের মানে সূর্য ওঠার আগ মুহূর্তকে সুবহে সাদিক দিক বলে। অনেকে আপনারা ফজরের নামাজ পড়ার জন্য বা বিভিন্ন কাজের জন্য সুবহে সাদিকে উঠেন তাই আপনাদের কখন ও কোন সময়ে সুবহে সাদিক হয় তার নির্দিষ্ট একটি সময় জানা বিশেষ প্রয়োজন তাই আপনারা যারা আজকের সুবহে সাদিক কখন শুরু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি জানতে চাচ্ছিলেন হ্যাঁ আপনারা একদম সঠিক জায়গাটি নির্বাচন করেছেন আমরা আপনাদের আজকে জানিয়ে দেবো সুবহে সাদিক বা ফজরের ওয়াক্ত কখন শুরু হয়।
আজকের সুবহে সাদিকের সময়
বিশেষ করে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাদের জন্য সুবহে সাদিকের সময় টা জানা খুবই প্রয়োজন কারণ এই সময়টা অনুসরণ করে তারা মসজিদে আজান ও নামাজের নির্দিষ্ট সময় নির্ধারণ করে। পশ্চিমাকাশে লম্বা সাদা আভা দেখা দেয়া হল সুবহে কাযিব। এর কিছুক্ষণ আড়া আড়িভাবে বড় আকারে সাদা আভা প্রকাশিত হওয়া হল সুবহে সাদিক। যার পর ধীরে ধীরে আলো ফুটতে থাকে।মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের অধিকাংশই নিজেদের পর্যবেক্ষণের যে ফলাফল উল্লেখ করেছেন, তা হল- সূর্য দিগন্তের ১৮ ডিগ্রি নিচে থাকতেই সুবহে সাদিক উদিত হয়ে যায়। তাদের উল্লেখযোগ্য একটি অংশ সূর্য ১৯ ডিগ্রি নিচে থাকতেই সুবহে সাদিক উদিত হয় বলে পর্যবেক্ষণে বলেছেন।
শরীয়ত ফজর ও অন্যান্য এবাদতের সময়কে বিশেষ কোনো ডিগ্রির সাথে যুক্ত করে দেয়নি। যুক্ত করেছে প্রকাশ্য আলামতের সাথে। ডিগ্রির হিসবাটি এসেছে মূলত শরীয়ত কর্তৃক নির্ধারিত আলামত পর্যবেক্ষণের পর। সাধারণত সূর্য দিগন্তের ১৮ ডিগ্রি নিচে থাকতেই সুবহে সাদিকের সময় আরম্ভ হয়ে যায়। সুবহে সাদিক থেকে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়। আর সুবহে সাদিক বলা হয় সেই সময়কে, যে সময়ে ভোরের আভা পূর্ব আকাশে উত্তর-দক্ষিণে বিস্থির্ণ অবস্থায় দেখা যায়। আর এর শেষ সময় হল সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত।
সুবহে সাদিক অর্থ কি
সুবহে সাদিকের সময় দেখে ফজরের ওয়াক্তকে নিশ্চিত করতে হবে, কারণ রাতের শেষভাগের সময় অনুসরণ করে ফজরের নামাজের আজান ও জামাত হয়ে থাকে। সুবহে সাদিক এর মাধ্যমে ফজরের নামাজের ওয়াক্ত নির্দিষ্ট করা হয়। ফজরের সময় নিশ্চিত হতে হবে। নিশ্চিতরূপে ফজরের ওয়াক্ত হওয়ার বিষয়টি না জেনে তাড়াহুড়ো করা যাবে না। অথবা ‘তোমরা ফজরের নামাজ লম্বা ক্বিরাআতে করে পড়। এতে অধিক সাওয়াব লাভ হবে। সুবহে সাদিক সময় বছরে অনেক কম বেশি হয়ে থাকে একটি নির্দিষ্ট সময়ে সুবহে সাদিকের সময় থাকেনা, কারণ এখানে রাত কখনো কম হয় আবার রাত কখনো বেড়ে যায় যার ফলে নির্দিষ্ট কোন সময় থাকে না হয়তো কিছু সময়ের পরিবর্তন ঘটে।
তাছাড়া বিভাগীয় শহর অনুযায়ী সুবহে সাদিকের সময় সামান্য কম-বেশি হয়ে থাকে। আজকে বাংলাদেশের সুবহে সাদিকের সময় ছিল ভোর চারটা ত্রিশ মিনিট পর্যন্ত।কেউ ১৫ ডিগ্রিতে সুবহে সাদিক দেখলে এবং সে তার এ দেখার সাক্ষ্য দিল তা এক্ষেত্রে তাকে অবিশ্বাস করার কিছু নেই। কিন্তু সে যদি এ দাবি করে যে, এর পূর্বে সুবহে সাদিক উদিত হয়নি বা হয় না।
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিলাম সুবহে সাদিক এর নির্দিষ্ট সময় বা সুবহে সাদিক কখন শুরু হয় আপনারা যারা আজকের সুবহে সাদিকের সময় জানতে চাচ্ছিলেন আমাদের আর্টিকেলটির মাধ্যমে আপনাকে সে তথ্যটি জানিয়ে দেয়া হলো।