আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা সবাই তাওহীদ শব্দটির সাথে বেশ পরিচিত। তাওহীদ সাধারণত আল্লাহকে না দেখে মনে প্রানে বিশ্বাস করাকে তাওহীদের একটি অংশ। তাওহীদ হচ্ছে বান্দাকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যে আল্লাহ এক ও অদ্বিতীয়। আপনারা যারা তাওহীদ কত প্রকার এ প্রশ্নের উত্তরটি ইন্টারনেট সহ গুগল অনুসন্ধান করছেন আমরা তাদের জন্য আজকের এই আর্টিকেলটিতে তাওহীদ কত প্রকার এ প্রসঙ্গে আলোচনা করব। আর এ প্রশ্নের উত্তরটি জানতে হলে আপনাকে সর্বপ্রথম সঠিক জায়গাটি নির্বাচন করতে হবে। তাই আজকের আমাদের এই আর্টিকেলটি আপনি শুরু থেকে শেষ অব্দি পরুন আর দেখে নিন আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি।
তাওহীদ শব্দের আভিধানিক অর্থ হলো কোন জিনিসকে একটি হিসেবে নির্ধারণ করা। অর্থাৎ পরিষ্কার ভাষায় বলতে গেলে এটা হল এককৃত বস্তু এটার সাথে কোন কিছুর তুলনা করা যাবে না। একটা উদাহরণ দিলে হয়তো আপনারা খুব সহজে বুঝতে পারবেন আসলে তাওহীদ শব্দটি কি ধরনের। আল্লাহ এক, আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই। এই কথাটি বাক্যটি শুধু তার জন্যই অন্য কোন বস্তুর সাথে এটা তুলনা করা যাবে না। আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবী তিনি এই সব কিছুর মালিক। তার এই সৃষ্টির সঙ্গে কোন কিছুর তুলনা করা যাবে না।
আপনারা যারা জানতে চেয়েছিলেন তাওহীদ কত প্রকার তাদের জন্য বলছি ইসলামের বিধান অনুযায়ী তাওহীদকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে।
১. তাওহীদুর রুবূবীয়্যাহ
২. তাওহীদুল উলুহিয়্যাহ ও
৩. তাওহীদুল আসমা ওয়াস সিফাত।
আপনারা যারা জানতে চেয়েছিলেন তাওহীদ কত প্রকার আমাদের আজকের এই আর্টিকেলটিতে সেই বিষয়ে আলোচনা করা হলো, আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এসে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিন।