আমাদের মাতৃভাষা বাংলা অত্যন্ত সুন্দর এই ভাষা। আর বাংলা ভাষা আমরা অনেকেই অনেক সহজ মনে করলেও আসলে বাংলা ভাষা বেশ জটিল এবং কঠিন। এই ভাষায় কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো সহজ মনে হলেও অনেক সময় কঠিন লাগে। তেমনিভাবে বানানের ক্ষেত্রেও দেখা যায় যে কিছু কিছু বানান আমরা মনে করি যে সহজ বা পারব কিন্তু লিখতে গিয়ে ভুল করে ফেলি। যে সকল জটিল বানানগুলো রয়েছে সেই সকল বানানের দিকে বেশি মনোযোগী হওয়া দরকার এবং ভুল বানানগুলো সঠিকভাবে শিখা দরকার। আর তাই আজকে আমাদের আর্টিকেলটিতে আমরা এক থেকে একশ পর্যন্ত বানান সঠিকভাবে লিখে দিয়েছি।
এখান থেকে যে কেউ খুব সহজেই এই বানানগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আর যদি নিজেদের মধ্যে কোন ভুল থেকে থাকে তাহলে এখান থেকে অনুশীলন করার মাধ্যমে আপনারা ভুলগুলো সহজে দূর করতে পারবেন বলে আশা করছি। তাহলে আর দেরি না করে আপনি যদি এক থেকে ১০০ পর্যন্ত বানান খুঁজে থাকেন তাহলে আমাদের আর্টিকেলটি পুরোটা পড়তে পারেন। আর এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় বানানটি খুজে নিয়ে সংশোধন করে নিতে পারেন।
সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কে বানান শেখানো হয়। ছোট বাচ্চাদের বানান শিখানোর জন্য বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা দরকার। কেননা যদি বাচ্চাদের ছোট বেলা থেকেই ভুল বানান শেখানো হয় তাহলে তাদের মাথয় সেই ভুল বানান গেথে যায়। আর তারা ভবিষ্যতে ভুল করতে পারে। ভুল বানান শেখানো যাবে না। অবশ্যই বানান শিখানোর ক্ষেত্রে ও সতর্কতা অবলম্বন করতে হবে। নিজেদের যদি কোন বানানে সমস্যা থেকে থাকে বা কোন কঠিন বানান লিখতে গিয়ে ভুল হয় তাহলে নিজে আগে সে বানানগুলো শিখে নিতে হবে এবং পরবর্তীতে সেই বানানগুলো শিক্ষার্থীদেরকে শিখাতে হবে।
তাছাড়া অনেক বাবা-মায় দেখা যায় যে বাচ্চাদের বাসাতেই বানানের চর্চা করায় বা বানান শেখানোর চেষ্টা করে। সে সকল বাবা-মায়েরা উচিত শুদ্ধ এবং সঠিক বানান নিজের আয়ত্ত করে তারপর বাচ্চাদের শিখানোর। বাংলা একাডেমী প্রণীত বানানের নিয়ম নীতিগুলো দেখে রাখা দরকার। কেননা যদি ভুল শিখানো হয় তাহলে শিশুরা ওই ভুলগুলো মাথায় গেথে নিবে এবং বাচ্চারা যে সকল বিষয় শিখে তারা সহজে সেই বিষয়গুলো ভুলে না। তাই সঠিক বানানের পরিবর্তে যদি তারা ভুল বানান শিখে তাহলে সেই ভুল বানান তাদের স্মৃতিতে থেকে যায়। আর তারাও সে ভুল বানান পরবর্তীতে চর্চা করতে থাকে। এজন্য শিশুদের শেখানোর ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকা দরকার।
তাছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও শুদ্ধ বানান শিখতে হবে। অনেক শিক্ষক দেখা যায় যে বানান শিখানোর ক্ষেত্রে ভুল বানান শেখায় বা নিজেরাই ভুল করে। এর ফলে শিক্ষকদের থেকে শিক্ষার্থীরা ভুল বানান শেখে। এজন্য শিক্ষকদের উচিত যদি কোন বানানে সমস্যা থেকে থাকে তাহলে সে বানানগুলো দেখে রাখা এবং নিজেরা সেইগুলো আয়ত্ত করা। আর একজন শিক্ষক হিসেবে সঠিক বানান জানা আর সঠিক বানান শিক্ষার্থীদেরকে শেখানোর চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি কোন শিক্ষক চাই তাহলে তারাও আমাদের আজকের আর্টিকেলটি দেখতে পারে। এখান থেকে তারা সঠিক বানানগুলো পেয়ে যাবে খুব সহজে। নিজেরা এই বানানগুলো অনুশীলন করার মাধ্যমে শিক্ষার্থীদেরকেও খুব সহজে সঠিক বানানগুলো শেখাতে পারবে।
অন্যান্য ওয়েবসাইটের মত আমরা ভুল বানান এখানে লিখি না, এখানে খুবই যত্ন সহকারে সঠিক বানানগুলোই উপস্থাপন করা হয়েছে। তাই আপনারা সঠিক বানানগুলো চর্চা করতে বা অনুসরণ করতে আমাদের আজকের আর্টিকেলটি দেখতে পারেন। এখানে বাংলা একাডেমি প্রণীত সঠিক এবং শুদ্ধ বানানগুলোই দেওয়া হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য খুব বেশি উপকারী হবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।