সরল স্পন্দন গতি কাকে বলে Sorol Spondon Goti Kake Bole

আপনারা অনেকেই সরল স্পন্দন গতি কাকে বলে সরল স্পন্দন গতি কি এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনুসন্ধান করছেন, আমরা বলব আপনি এই প্রশ্নটি উত্তর খোঁজার জন্য একদম সঠিক জায়গাটি নির্বাচন করেছেন। আমরা আপনাদের জানিয়ে দেবো সরল স্পন্দন গতি কাকে বলে। কোন বস্তুর উপর প্রয়োগ কৃত বল যদি তার সরণের সমানুপাতিক হয় এবং বলের দিক যদি সরণের বিপরীত দিকে হয় তাহলে সেই বস্তু যে ধরনের গতি লাভ করে তাকে সরল স্পন্দন গতি বলে।

কোন পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতি যদি সরলরৈখিক হয়, এর ত্বরণ সাম্যাবস্থা থেকে সরণ এর সমানুপাতিক হয় এবং এর দিক যদি সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয় তবে ওই বস্তুকণা র গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে, যেমন একটি স্প্রিং এর একপ্রান্তে একটি বস্ত বেধে ঝুলিয়ে একে সামান্য টেনে ছেড়ে দেয়া হলে তাতে সরল ছন্দিত স্পন্দনের সৃষ্টি হয়।

এছাড়াও সরল দোলকের গতিও সরল ছন্দিত স্পন্দনের উৎকৃষ্ট উদাহরণ। এটি একটি পর্যায়ভিত্তিক গতি, সরল স্পন্দন গতিটি এটি একটি সরল রেখাকে অনুসরণ করে।স্পন্দন গতিকে অগ্র পশ্চাৎ পর্যাবৃত্ত গতিও বলা যেতে পারে। দোলনার গতি, দেয়াল ঘড়ির দোলকের গতি, সরল দোলকের গতি, কম্পনশীল সুর শলাকা, গীটারের তারের গতি ইত্যাদি স্পন্দন কম্পন গতির উদাহরণ। এছাড়া, কঠিন বস্তুসমূহের অভ্যন্তরে পরমাণু স্পন্দিত হয়। সাধারণভাবে বলা যায়, সকল শব্দের উদ্ভবই কোন না কোন স্পন্দন গতি থেকে হয়।

আপনারা যারা সরল স্পন্দন গতি কাকে বলে? সরল স্পন্দন গতি কি এসব প্রশ্নের সঠিক উত্তর জানতে চান তাহলে আমাদের এখানে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *