আপনারা অনেকেই যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এবং বিশেষ করে জীববিজ্ঞান ও জলীয়জি বিষয় নিয়ে পড়াশোনা করছেন আপনাদের অনেক সময় এই প্রশ্নটির সম্মুখীন হতে হয় সর্বজনীন অঙ্গানু বলা হয় কাকে সর্বজনীন অঙ্গাণু কি এসব ধরনের প্রশ্ন কিন্তু একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষায় এ প্রশ্নটি উত্তর দেয়ার আসার পর আসলেই এই পরীক্ষাটির উত্তর সঠিক দিয়েছেন কিনা সেটা জানার জন্য খুব আগ্রহী হয়ে পড়ে এবং তারা বিভিন্ন জায়গাতে অনুসন্ধান করে তাই সে সব ছাত্রছাত্রীদের জন্য আমরা জানিয়ে দিচ্ছি সার্বজনীন অঙ্গুনে বলা হয় কাকে? সাধারণত সর্বজনীন অঙ্গুনে বলা হয় ঝিল্লীবিহীন যে কোষীয় অঙ্গাণুতে প্রােটিন সংশ্লেষণ হয় তাকে রাইবােজোম বলে ।
ইহাকে ‘ প্রােটিন ফ্যাক্টরি ’ ও বলা হয় । উল্লেখ্য যে আদিকোষ ও প্রকৃত কোষে উপস্থিত থাকার কারণেই রাইবােজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় । রাইবোজোমকে সর্বজনীন অঙ্গুনে বলা হয় কারণ, রাইবোজোম টিতে প্রোক্যারিওটিক ও ইউক্যারেও টিক উভয় প্রকারের দুই ধরনের কোষ পাওয়া যায়। যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ ঘটে। এবং প্রতিটি কোষে রাইবোজোম পাওয়া যায়।
রাইবোজোম প্রোক্যারিওটিক কোষটিতে সাইটোপ্লাজম ছড়ানো থাকে। আর ইউক্যারেও টিক কোষটিতে এন্টোপ্লাজমিক রেটিকুলাম মেমব্রম ও প্লাজমা মেমব্রম কোষটির গায়ে যুক্ত থাকে। এবং সাইটোপ্লাজমে চারিদিকে ছড়িয়ে থাকে। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্ত:প্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে রাইটোজোম বলে।
আপনারা অনেকে জানতে চেয়েছেন সর্বজনীন অঙ্গানু বলা হয় কাকে এবং সার্বজনীন অঙ্গানু কি যারা এ প্রশ্নটি অনুসরণ করে চলেছেন তারা আমাদের ওয়েবসাইটে এসে আজকের আর্টিকেল সম্পূর্ণভাবে পড়ুন আশা করছি আপনি আপনার কাঙ্খিত উত্তরটি পেয়ে যাবেন।