পৃথিবীর বিভিন্ন ভাষার ন্যায় বাংলাতেও সংখ্যাবাচক শব্দ রয়েছে। বাংলা সংখ্যাবাচক শব্দ গুলোর প্রায়ই তদ্ভব। এর মধ্যে যেসব শব্দ তদ্ভব নয়, তা এসেছে বিদেশি ভাষা থেকে অথা দেশি শব্দ থেকে। তাই আপনারা অনেকেই সংখ্যা বাচক শব্দ কত প্রকার এই প্রশ্নটির উত্তর জানার জন্য গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে সংখ্যাবতক শব্দ কত প্রকার এই বিষয়ে আলোচনা করব। আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি জানতে চান আমাদের আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন আপনার প্রশ্নের সঠিক উত্তরটি।
বাংলা ভাষায় সংখ্যা বাচক শব্দের ব্যবহার অনেক বেশি। এক কথায় বলতে গেলে যে শব্দ দ্বারা সংখ্যা বুঝায় তাকে সাধারণত সংখ্যা বছর শব্দ বলা হয়। একটু উদাহরণ সহ বলতে গেলে এক টাকা দশ টাকা ইত্যাদি এগুলো হল সংখ্যা বাচক শব্দ। আর বাংলা সাহিত্য অনুসারে সংখ্যা বাচক শব্দ বলতে বোঝায় যে শব্দগুলো দ্বারা সংখ্যা গণনা করা যায় বা কোন বাক্যে সংখ্যা উল্লেখ থাকে তাকে সাধারণত সংখ্যা বাচক শব্দ বলা হয়। যেমন পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি।
আপনারা যারা জানতে চেয়েছেন সংখ্যা বাচক শব্দ কত প্রকার সেই প্রসঙ্গে বলছি সংখ্যা বাচক শব্দ সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে।
১. অঙ্কবাচক শব্দ।
২. পরিমাণ বা গণনা বাচক শব্দ।
৩. ক্রম বা পূরণবাচক শব্দ।
৪. তারিখ বাচক শব্দ।
১. অঙ্কবাচক শব্দ: যে শব্দ দ্বারা অঙ্কবাচক শব্দ বিশেষ নির্দেশ করা হয় তাকেই বলা হয় অংকবাচক শব্দ। কোন শব্দকে ভাঙতে হলে এক সংখ্যাকে একক হিসেবে ধরা হয়।
২. পরিমাণ বা গণনা বাচক শব্দ: যেসব শব্দ প্রয়োগ করে পরিমাণ নির্ণয় ও গণনা করা হয় তাকে পরিমাণ বা গণনা বাচক শব্দ বলা হয়।
৩. ক্রম বা পূরণবাচক শব্দ: একই দল বা সারিতে অবস্থিত বা কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যা থাকে তাকে ক্রম বা পূরন বাচক শব্দ বলে।
৪. তারিখ বাচক শব্দ: তারিখ বোঝাতে যেসব শব্দ ব্যবহার হয় এক কথায় সেসব শব্দকে সাধারণত তারিখ বাচক শব্দ বলা হয়। বাংলা ভাষায় তারিখবাচক শব্দের ব্যবহার প্রচলিত রয়েছে।
আপনারা যারা সংখ্যা বাচক শব্দ কত প্রকার এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হলো। আপনারা আমাদের এখান থেকে এসে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিন।