মানুষের আবিষ্কৃত সর্বপ্রথম পরিমাপ যন্ত্রের নাম হল সংখ্যা। সংখ্যা প্রতীকের প্রকাশের নাম হল অংক। সংখ্যা হল পরিমাপের একটি বিমূর্ত ধারা। সংখ্যা হল গণনা, পরিমাপ এবং নাম করণের জন্য যে গাণিতিক বস্তু কে বোঝানো হয়। আপনারা অনেকেই সংখ্যা কাকে বলে কত প্রকার এ প্রশ্নটি জানার জন্য গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় বারবার অনুসন্ধান করছেন, আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলটিতে জানিয়ে দেবো এই প্রসঙ্গে।
দশটি অঙ্ক সহ আরও কতক গুলি চিহ্নের যেমন দশমিক বিন্দু , বর্গ , বর্গমূল ইত্যাদি সাহায্যে যা তৈরি হয় ,তাকেই সংখ্যা বলে। গাণিতিক অনুযায়ী সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়। ১. বাস্তব সংখ্যা ও ২. অবাস্তব সংখ্যা।
আপনারা যারা সংখ্যা কাকে বলে কত প্রকার জানার জন্য অনুসন্ধান করছেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে জানিয়ে দেয়া হলো। আপনারা আমাদের ওয়েব সাইটে এসে এ প্রশ্নের উত্তরটি জেনে নিন।