আপনারা হয়তো আপনার সঙ্গিনীর সঙ্গে সহবাস করতে চান কিন্তু আপনি বাচ্চা নিতে চান না, তাই কোন সময় বা কখন সহবাস করলে নিরাপদ এই প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছেন আমরা আপনাদের সঠিক এবং উপযুক্ত তথ্যটি প্রদান করব আপনি প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এখান থেকে দেখে নিন।
পিরিওডের রক্তক্ষরণ শুরু হওয়ার দিন থেকে প্রথম সাত দিন ও শেষ সাত দিন সহবাস করলে সন্তান হবার সম্ভাবনা কম থাকে। তাই ওই সময়কে সহবাসের নিরাপদ সময় হিসেবে ধরা হয়। কেবল সেইসকল নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের পিরিওড নিয়মিত ২৮ দিন বা নিয়মিত ২৬ থেকে ৩১ দিন অন্তর অন্তর হয়। পিরিওডের কোন দিনই প্রকৃত নিরাপদ দিন নয়।
পিরিওডের বাকি দিনগুলো প্রথম থেকে সপ্তম ও ২১ তম দিন থেকে পুনরায় ঋতুস্রাব শুরু হওয়ার দিন পর্যন্ত সহবাসের নিরাপদ সময় হিসেবে গন্য করা হয়। মনে রাখবেন যে রক্তক্ষরণ শুরু হবার দিনকে প্রথম দিন ধরেই কিন্তু উপরোক্ত হিসেব দেওয়া হয়েছে।