শবে বরাতের নামাজ কখন পড়তে হয়

শবে বরাত রাত হচ্ছে হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত একটি গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। আপনারা অনেকে শবে বরাতের নামাজ কখন ও কিভাবে পড়তে হয় এই সম্পর্কে সঠিক নিয়ম জানা থাকলেও হয়তো এক বছর পর সেই নিয়ম গুলো ভুলে যান বা শবে বরাতের নামাজ কখন পড়তে হয় বিষয়টা জানা থাকলেও মাথায় থাকে না। তাই আমরা আপনাদের আজকে জানিয়ে দেবো শবে বরাতের নামাজ কখন পড়তে হয় কিভাবে পড়লে ভালো হয় ইত্যাদি এসব প্রসঙ্গে।

শবে বরাতের রাত মানে মুক্তির রাত। শবে বরাতের নামাজ দু রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি ছওয়াব। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাছ, সূরা ক্বদর, আয়াতুল কুরছী বা সূরা তাকাছুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক ছওয়াবের কাজ। এভাবে কমপক্ষে ১২ রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই উত্তম। তবে জোর করে বেশি নামাজ পড়াটা ঠিক না মহান আল্লাহতালা জোর করে বান্দাদের ওপর কোন কিছু চাপিয়ে দেয়নি।

এই রাতে যেহেতু একটি দীর্ঘ সময় পাওয়া যায় তাই সেই সময়ে ফজিলতের নামাজ সালাতুল তসবির নামাজটা পড়ে নেয়াটা উত্তম। এইভাবে সারা রাত নামাজ আদায় করা যেতে পারে। পবিত্র শবে বরাতে এভাবে নামাজ আদায় করে মহান আল্লাহর নৈকট্য লাভ করা যেতে পারে।

আপনারা যারা শবে বরাতের নামাজ কখনও কিভাবে পড়তে হয় এই তথ্যটি জানার জন্য অনুসন্ধান করছেন আপনারা আমাদের এখান থেকে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যটি জেনে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *