sentence এর মাধ্যমে একটি বাক্যের পূর্ণরূপ প্রকাশ পায়। sentence এর বাংলা অর্থ হলো বাক্য। মনে রাখবেন আপনি যেই বিষয় নিয়ে ভাবেন না কেন আগে তার সম্পর্কে ভালোভাবে জানবেন যেমন আজকে আসছেন sentence সম্পর্কে জানতে তা হলে আগে জানুন sentence টা মূলত কি? আর sentence কাকে বলে কত প্রকার এই প্রশ্নটি জানার জন্য আপনারা ইন্টারনেট সহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন। আপনারা যারা এই প্রশ্নটি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা যারা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানতে চান আমাদের ওয়েবসাইট টি নির্বাচন করুন। এবং আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। আর দেখে নিন আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি।
আপনারা যারা জানতে চাইছিলেন sentence কাকে বলে তাদের জন্য সহজ ভাষায় বলছি যে কোনো শব্দ বা শব্দ সমষ্টি যদি ব্যাকরণের নিয়ম অনুযায়ী বক্তার মনের ভাব সম্পূর্ন রূপে প্রকাশ করে তখন তাকে আমরা sentence বলে। এটা কিন্তু একটা sentence কারণ এখানে আমি আমার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করেছি। যদি ব্যাকরণের নিয়ম অনুযায়ী বক্তার মনের ভাব সম্পূর্ন রূপে প্রকাশ করে তখন তাকে আমরা sentence বলবো আমি বইটি পড়ছি।এটা কিন্তু ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয়েছে।
ব্যাকরণ এর নিয়ম অনুসারে ও অর্থভেদে sentence কে প্রধানত ৫ ভাগে ভাগ করা হয়।
১. বিবৃত মূলক
২. প্রশ্নবোধক
৩.অনুজ্ঞবাচক
৪. প্রার্থনা মূলক
৫. বিস্ময় সূচক
১. বিবৃত মূলক:যে Sentence দিয়ে কোন বিবৃতি প্রদান বা কোন কিছু বর্নণা করা বোঝায় তাকে বিবৃত মূলক Sentence বলা হয়। এই Sentence আসলে কোন কিছু সম্পর্কে তথ্য প্রদান করে। উদাহরণ স্বরূপ বলা যায় যে বাবুল প্রতিদিন স্কুলে যায়। সীমা মানুষকে উপকার করতে ভালোবাসে।
২.প্রশ্নবোধক: যে Sentence বা বাক্য দিয়ে কোন কিছুকে প্রশ্ন করা হয় বা প্রশ্ন মূলক কথা বাক্যের মধ্যে ফুটে ওঠে তখন তাকে প্রশ্নবোধক Sentence বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় তোমার নাম কি? তোমার বাসা কোথায় ?এগুলো হলো প্রশ্নবোধক বাক্য।
৩.অনুজ্ঞবাচক: যে Sentence দিয়ে কোন আদেশ উপদেশ অনুরোধ, নিষেধ ব্যক্ত করা হয় তাকে অনুজ্ঞবাচক Sentence বলে। উদাহরণস্বরূপ বলা যায়, দয়া করে বসুন, এখান থেকে সরে যান, শিক্ষকদের শ্রদ্ধা করুন ইত্যাদি।
৪. প্রার্থনা মূলক: যে Sentence দিয়ে মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা ও প্রার্থনা মূলক বাক্যে প্রকাশ পায় তখন তাকে প্রার্থনা মূলক Sentence বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে তুমি জীবনে অনেক বড় হও। মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর সর্বশক্তিমান তিনি আমাদের রক্ষা করুন।
৫.বিস্ময় সূচক: যে Sentence দিয়ে মনের আবেগ অনুভূতি বা বিস্ময় প্রকাশ করা হয় তখন তাকে বিস্ময় সূচক Sentence বলা হয়। উদাহরণস্বরূপ বলা হয় যে কি সুন্দর পাখিটা, হুররে আমরা কাজটি সম্পন্ন করতে পেরেছি।
আমরা আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম sentence কাকে বলে কত প্রকার, আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন আমাদের এখান থেকে এসে আপনাদের কাঙ্ক্ষিত এই প্রশ্নের উত্তরটি জেনে নিন।